মালানের আক্ষেপ ঘুচানো ইনিংসে পাত্তা পায়নি নিউ জিল্যান্ড

আগের ম্যাচে চার রানের জন্য আক্ষেপে পোড়েন ডেভিড মালান। চতুর্থ ও শেষ ওয়ানডেতে সেই আক্ষেপ ঘুচিয়ে দিলেন ইংল্যান্ডের ওপেনার। লর্ডসে নিউ জিল্যান্ডকে দাপট দেখিয়ে হারালো বিশ্ব চ্যাম্পিয়নরা। সম্ভবত আসন্ন বিশ্বকাপের ওপেনিং পজিশনও নিশ্চিত করে ফেললেন মালান।

চারটি ম্যাচেই হয়েছে একপেশে লড়াই। নিউ জিল্যান্ড প্রথম ম্যাচ জিতলেও পরের তিনটিতে সাফল্য পেয়েছে ইংল্যান্ড। শুক্রবার ১০০ রানের জয়ে সিরিজ ৩-১ এ জিতেছে তারা। আর আট ম্যাচের সাদা বলের এই সফর শুরুর মতো নিউ জিল্যান্ড শেষটাও করলো হতাশা নিয়ে। 

নিউ জিল্যান্ডের এই হারের ক্ষত আরও যন্ত্রণাময় করে তুলেছে তাদের পেস বিভাগের মূল অস্ত্র টিম সাউদির ইনজুরি। বুড়ো আঙুলের চোট তার বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত করে দিলো।

এই সিরিজ পুরোটাই নিজের করে নিয়েছেন মালান। আগের দুই ম্যাচে ৫৪ ও ৯৬ রান করার পর শেষটায় করলেন ১২৭ রান। তার ইনিংসে ভর করে ৯ উইকেটে ৩১১ রান করে ইংল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক জস বাটলার।

রাচিন রবীন্দ্র নিউ জিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন। পরে ব্যাটিংয়ে ৬১ রানের ঝকঝকে ইনিংসও খেলেন তিনি। তৃতীয় নিউ জিল্যান্ডার হিসেবে একই ওয়ানডেতে চার উইকেট নেওয়া ও হাফ সেঞ্চুরি করেছেন, লর্ডসে যে কীর্তি কেবলই তার।

বল হাতে ইংল্যান্ডের পক্ষে সফল মঈন আলী। ৩৯তম ওভারে নিউ জিল্যান্ডকে ২১১ রানে অলআউট করতে তিনি নেন চার উইকেট, দেন ৫০ রান। তবে জয়ের মূল নায়ক মালান। ম্যাচসেরার পুরস্কার তো জিতেছেনই, তিন ইনিংসে ২৭৭ রান করে সিরিজের সেরাও হয়েছেন এই ব্যাটার।