শুভেন্দুর সভায় চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ BJPর বিরুদ্ধে

দলীয় কর্মসূচির নামে টাকা চেয়ে তৃণমূলের বিরুদ্ধে ব্যবসায়ীদের ওপর অত্যাচারের অভিযোগ নতুন নয়। এবার সেই অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার জন্য দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ীকে নিগ্রহের অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায়।

শান্তিপুরের বেলঘরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলের মাঠ এলাকার ব্যবসায়ী সুজন জোয়ারদারের অভিযোগ, বুধবার রাতে বিজেপির মণ্ডল সভাপতির বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাঁর পথ আটকান মণ্ডল সভাপতি ও তাঁর অনুগামীরা। শুভেন্দুবাবুর সভার জন্য মোটা টাকা দাবি করেন। কিন্তু সুজনবাবু জানান, পার্টি ফান্ডে কোনও টাকা দেবেন না তিনি। তখনই তাঁকে বাঁশ – লাঠি দিয়ে নিগ্রহ করে মণ্ডল সভাপতির অনুগামীরা। শুক্রবার সকালে শান্তিপুর হাসপাতালে শারীরিক পরীক্ষা করানোর পর থানায় গিয়ে মণ্ডল সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার পর থেকে আতঙ্কে ভুগছে ব্যবসায়ীর পরিবার। ওদিকে বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছেন আরও এক ব্যক্তি। তাঁর দাব, ভয়ে থানায় জানাতে পারেননি তিনি।

অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির মণ্ডল সভাপতি প্রদীপ সরকার। তিনি বলেন, ‘আমি দেখি রাস্তায় ২ জনের মধ্যে বচসা হচ্ছে। থামাতে গিয়েছিলাম। শুনি আমার নামেই থানায় অভিযোগ করে দিয়েছে। কেউ কাউকে মারেনি। দুপক্ষের মধ্যে হাতাহাতি মতো হয়েছিল।’ তাঁর দাবি, ‘ওই ব্যবসায়ী অবৈধ কারবারের সঙ্গে যুক্ত।’

ওদিকে তৃণমূলের অভিযোগ, কোনও সভায় যা খরচ হয় বিজেপি নেতারা তার ১০ গুণ টাকা ব্যবসায়ীদের থেকে তোলেন। এটা রাজ্যে নতুন উপদ্রব।