Asia Cup 2023 Ravindra Jadeja Became 2nd Indian After Kapil Dev Have 2000 Runs And 200 Wickets ODI

কলম্বো : রবীন্দ্র জাদেজার মুকুটে জুড়ল এক অনন্য মুকুট। নতুন এক কীর্তি গড়লেন জাড্ডু। কপিল দেবকে (Kapil Dev) ছুঁয়ে ফেললেন ভারতীয় এই অলরাউন্ডার। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২ হাজার রান ও ২০০ উইকেট নিয়ে ফেলেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।

এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের ব্যাটার শামিম হোসনকে (১) জাড্ডু এলবি জবলিউ করার সঙ্গে সঙ্গে ওডিআইতে তাঁর ২০০-তম শিকার ঝুলিতে নেন রবীন্দ্র জাদেজা। অন ফিল্ড আম্পায়ার তাঁকে আউটের সিদ্ধান্ত জানালেও বাংলাদেশের ব্যাটার নিয়েছিলেন রিভিউয়ের সিদ্ধান্ত। যেখানে আউটের সিদ্ধান্ত থার্ড আম্পায়ার জানানোর সঙ্গে সঙ্গেই দুরন্ত এক রেকর্ড গড়ে ফেলেন জাড্ডু। ভারতীয়দের মধ্যে কপিল দেবের পর দ্বিতীয় ক্রিকেটার ও বিশ্বে ১৪ নম্বর খেলোয়াড় হিসেবে একদিনের আন্তর্জাতিকে ২ হাজার রান ও ২০০ উইকেট করলেন জাদেজা।

২০২২ সালের এশিয়া কাপে হাঁটুতে চোট পেয়েছিলেন জাদেজা। সেই চোট কাটিয়ে ফিরে এসে দারুণভাবে ফের তিন ফর্মাটেই ভারতের প্রতিনিধিত্ব করছেন তিনি। এশিয়া কাপের সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে একটিই উইকেট পেয়েছেন জাদেজা। জাড্ডু ছাড়াও প্রসিধ কৃষ্ণ, অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন। বাংলাদেশের বিরুদ্ধে শার্দুল ঠাকুর ৩ টি ও মহম্মদ শামি ২ টি উইকেট নেন।

শুরুতে ভারতীয় বোলারদের  দেওয়া প্রাথমিক ধাক্কা সামলে শেষমেশ লড়াকু স্কোর খাড়া করল বাংলাদেশ। (IND Vs BAN) নির্ধারিত ৫০ ওভারের শেষে ৮ উইকেটে ২৬৫ রান করেছে তারা. নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিরুদ্ধে দলের কঠিন পরিস্থিতিতে জ্বলে ওঠেন শাকিব আল হাসান। (Shakib al Hasan)। একদিনের আন্তর্জাতিক কেরিয়ারের ৬৮ তম অর্ধশতরান হাঁকান শাকিব। ভারতের বিরুদ্ধে এটি তাঁর ওডিআই মঞ্চে নবম অর্ধশতরান। ভারতের বিরুদ্ধে শাকিব ছাড়াও তৌহিদ হৃদয় হাফ সেঞ্চুরি হাঁকান।                         

 

   

 

আরও পড়ুন- নস্টালজিক সৌরভ, লা লিগার সঙ্গে মউ এগিয়ে দেবে বাংলার ফুটবলকে, আশাবাদী মহারাজ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial