Indian Air Force: বাজপাখির মতো উড়বে আকাশে, ভারতে আসছে C-295 বিমান, ডেলিভারি দিল স্পেন, গতিবেগ কত জানেন?

রাহুল সিং

ভারতীয় বায়ুসেনা বুধবার এই প্রথম সি-২৯৫ ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের ডেলিভারি নিল। স্পেন থেকে আসছে এই এয়ারক্রাফট। এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস থেকে এই বিমান বের করা হয়েছে। এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্পেনে এই অনুষ্ঠান হয়েছে।

ভারতীয় বায়ুসেনা এই এয়ারক্রাফটের বরাত দিয়েছিল। ভারতীয় বায়ুসেনা এই ধরনের ৫৬টি বিমান নেবে। সব মিলিয়ে ২১, ৯৩৫ কোটি টাকার প্রকল্প। ওই বিমান প্রস্তুতকারক সংস্থা সব মিলিয়ে আপাতত ১৬টি বিমান দেবে যেটা আকাশপথে ভারতে আনা যাবে। আর অন্যগুলির ক্ষেত্রে যন্ত্রাংশ ভারতে এনে গুজরাটের ভাদোদরাতে টাটার কোম্পানিতে বিমানের যন্ত্রাংশ জোড়া লাগিয়ে নয়া রূপ দেওয়া হবে।

সূত্রের খবর শীঘ্রই স্পেন থেকে প্রথম বিমানটি চলে আসবে। এরপর হিন্ডন এয়ারবেসে অনুষ্ঠান হতে পারে।

টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড ও এয়ারবাস এই কর্মসূচি গ্রহণ করেছিল। কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রক এই সি-২৯৫ বিমানের ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছিল। এরপরই এনিয়ে কাজ শুরু হয়ে যায়। তবে এবার শীঘ্রই এই বিমান এসে যাবে ভারতের মাটিতে।

এদিকে ২০২৪ সালে মে মাসে বিমানগুলির যন্ত্রাংশ জোড়া লাগিয়ে গোটা বিমানের রূপ দেওয়ার কাজ শেষ হতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে ভাদোদরাতে আগামী ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে মেড ইন ইন্ডিয়া সি ২৯৫ বিমান ভারতের মাটিতে আসতে পারে বলে খবর। ২০২২ সালের অক্টোবর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভাদোদরা ইউনিটের শিলান্য়াস করেছিলেন। তবে এই সি-২৯৫ প্রথম ভারতে তৈরি কোনও মিলিটারি বিমান যেটা বেসরকারি সহায়তায় তৈরি হচ্ছে।

মূলত Avro-748 বিমানের বয়স হয়ে গিয়েছে। সেই ১৯৬০ সাল থেকে এগুলি রয়েছে। তার জায়গা নেবে এবার সি-২৯৫। তবে প্রায় ১,০০০ পার্টস, ৪,৬০০ যন্ত্রাংশকে জোড়া লাগানো সব ভারতেই হচ্ছে। তবে ইঞ্জিন সহ অন্যান্য যন্ত্রাংশ সব স্পেনেই তৈরি।

এই বিমান ৪৮০ কিমি প্রতি ঘণ্টায় উড়তে পারে। ৯ টন সামগ্রী, ৭১জন অথবা ৪৫ জন প্য়ারাট্রুপারকে বহন করতে সমর্থ এই বিমান।