Asia Cup Final 2023 Ind Vs SL Preview: India To Play Against Sri Lanka At R Premadasa Stadium In Colombo

কলম্বো: পাঁচ বছর কেটে গিয়েছে। দুইয়ের বেশি দেশ অংশগ্রহণ করেছে, এরকম কোনও টুর্নামেন্টে শেষবার ভারত চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৮ সালে। সেটাও ছিল এশিয়া কাপ (Asia Cup)।

রবিবার কলম্বোয় এশিয়া কাপের ট্রফি যুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ, শ্রীলঙ্কা (Ind vs SL)। যারা এই টুর্নামেন্টের আয়োজক না হয়েও ঘরের মাঠে খেলার সুবিধা পাচ্ছে। যার নেপথ্যে রয়েছে ভারত। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি ভারতীয় দল। সেই কারণে পাকিস্তানের পাশাপাশি নিরপেক্ষ ভেন্যু হিসাবে শ্রীলঙ্কায় আয়োজিত হয়েছে টুর্নামেন্ট।

শ্রীলঙ্কার ওয়ান ডে ব়্যাঙ্কিং এখন আট। ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা পায়নি। যোগ্যতা অর্জনকারী পর্ব খেলে মূল পর্বে উঠতে হয়েছে দাসুন শনাকাদের। রবিবারের ম্যাচে ভারতকেই ফেভারিট বলছেন বিশেষজ্ঞরা। তবে কালো ঘোড়া শ্রীলঙ্কা। যারা কলম্বোয় চমক দিতে তৈরি।

এশিয়া কাপের শুরু থেকে দুরন্ত ছন্দে ছিল ভারত। সুপার ফোর থেকেও প্রথম দল হিসাবে ফাইনালের টিকিট কনফার্ম করেছিলেন রোহিত শর্মারা। কিন্তু ভারত যে অপরাজেয় নয়, শুক্রবার দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সুপার ফোরে ভারতের কাছে হারলেও, স্পিন-অস্ত্রে তারকাখচিত ব্যাটিং লাইন আপকে মাত্র ২১৩ রানে অল আউট করে দিয়েছিল। দুনিথ ওয়াল্লালাগে ৫ উইকেট নিয়েছিলেন। অনিয়মিত স্পিনার চারিথ আসালাঙ্কা নিয়েছিলেন ৪ উইকেট। একটা সময় ম্যাচের রাশ ছিল শ্রীলঙ্কার হাতে। যদিও শেষ পর্যন্ত কুলদীপ যাদবদের দাপটে ম্যাচ জেতে ভারতই।

কলম্বোয় রবিবারও মন্থর পিচ হতে পারে। যেখানে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তবে সেই ম্যাচের আগে জোর ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা শিবির। দলের সেরা স্পিনার মহেশ তিকশানা চোটের জন্য ছিটকে গিয়েছেন।

ভারতের প্রথম একাদশ নিয়ে চর্চা চলছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে পাঁচ পরিবর্তন করা হয়েছিল। ফাইনালে বিরাট কোহলি, কে এল রাহুল, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ়, কুলদীপ যাদবদের একাদশে ফেরা নিশ্চিত। তবে প্রশ্ন থাকছে দু-একটা জায়গা নিয়ে। শার্দুল ঠাকুর খেলবেন? নাকি মহম্মদ শামির ওপর ভরসা রাখা হবে? শার্দুলকে ব্যাটিংয়ের জন্য এগিয়ে রাখা হচ্ছিল। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনের সময় ব্যর্থ হয়েছেন। কোনও কোনও মহল থেকে তাই বলা হচ্ছে, কেন বল হাতে ছন্দে থাকা শামি সুযোগ পাবেন না?

 

সূর্যকুমার যাদবের পরিবর্তে রাহুলের ফেরা কার্যত নিশ্চিত। তবে প্রশ্ন থাকছে ঈশান কিষাণকে নিয়ে। বাংলাদেশের বিরুদ্ধে রান পাননি। সবচেয়ে বড় কথা, কদর্যভাবে আউট হয়েছিলেন। রিভার্স স্যুইপ মারতে গিয়ে। তাই বলা হচ্ছে, তিলক বর্মাকে খেলানো হোক। যদিও পাল্লা ভারি ঈশানেরও। টিম ম্যানেজমেন্ট হয়তো শেষ পর্যন্ত ঝাড়খন্ডের তরুণের ওপরই ভরসা রাখবেন। অক্ষর পটেল বাংলাদেশ ম্যাচে চোট পেয়েছেন। তাঁকে নিয়ে প্রশ্ন থাকছে। বদলি হিসাবে ওয়াশিংটন সুন্দরকে তৈরি রাখা হচ্ছে। তবে তিন পেসার দুই স্পিনারের ছকে হাঁটলে হয়তো রবীন্দ্র জাডেজা ও কুলদীপই খেলবেন।

 

রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ম্যাচের ওভার সংখ্যা কমতে পারে। ম্যাচ গড়াতে পারে রিজার্ভ ডে-তেও। বৃষ্টি হলে ডাকওয়ার্থ লুইস নিয়ম গুরুত্বপূর্ণ হবে।

শ্রীলঙ্কা জিতলে, সপ্তমবারের জন্য এশিয়া সেরা হয়ে ভারতের নজির স্পর্শ করবে। অন্যদিকে ভারতের সামনে অষ্টমবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। চলতি এশিয়া কাপে কলম্বোয় ৬ ম্যাচের মধ্যে পাঁচবার জিতেছে প্রথম ব্যাটিং করা দল। সেক্ষেত্রে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।

শেষ হাসি হাসবেন কে? রোহিত শর্মা, নাকি দাসুন শনাকা?

আরও পড়ুন: ইউরোপে নজর কেড়েছেন, এশিয়ান গেমসেও ভারতীয় ফুটবলকে স্বপ্ন দেখাচ্ছেন মণীষা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial