স্টেডিয়ামে বসে খেলা দেখলেন বাংলার মুখ্যমন্ত্রী, পাশে বসে সৌরভ, কী বললেন?

ইতিমধ্যেই স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা লা লিগার সঙ্গে মউ চুক্তি সাক্ষর হয়েছে রাজ্য সরকারের। বাংলায় তারা ফুটবল আকাডেমি গড়বে। এটা একটা বড় খবর। আর তার মধ্যেই জানা গিয়েছিল, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে। খেলা দেখতে। অনেকে বিশ্বাস করতে পারেননি। তিনি যে খেলাধুলোর বিষয়ে উৎসাহী সেটা বাংলার মানুষজন জানেন। যার জন্যই সমস্যায় পড়লে মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে, ইস্টবেঙ্গল–মোহনবাগান–সহ নানা ক্লাবকে সাহায্য করতে। আর আজ, শনিবার তিনি পৌঁছে গেলেন সান্তিয়াগো বার্নাবিউ স্টেডিয়ামে। তবে দিদির সঙ্গে ছিলেন দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথমেই ঘুরে দেখেন রিয়াল মাদ্রিদ ক্লাব। এখানে রাখা একাধিক পুরষ্কার নিজের চোখে দেখেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সেই ট্রফি ঘুরে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লাবের অন্যান্য কর্তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তারপর সেখান থেকে সোজা চলে যান রিয়ালের নতুন স্টেডিয়াম সান্তিয়াগোতে। স্পেন সফরে শনিবার ছিল মুখ্যমন্ত্রীর ছুটির দিন। আজ রিয়ালের ফুটবল পরিকাঠামোও খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর গ্যালারিতে বসে খেলা দেখতেও দেখা যায় তাঁকে। পাশে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

এদিকে সব দেখে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌বাংলার সন্তানরাও বিশ্বের দরবারে উঠে আসুক সেটা চাই।’‌ এমনটাই বলেছেন বলে সূত্রের খবর। আসলে বাংলার প্রচণ্ডভাবে উন্নতি চান মুখ্যমন্ত্রী। শিল্প থেকে ক্রীড়া—সর্বত্রই উঠে আসুক বাংলার নাম। এটাই মুখ্যমন্ত্রীর স্বপ্ন। বাংলায় লগ্নি আনতে স্পেনে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই সেখানে গিয়েছেন কলকাতা ময়দানের তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডানের কর্তারা। বাংলার ফুটবলকে বিশ্বের দরবারে উন্নতি করাতেই তিনি আপ্রাণ চান। লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর কথা হয়েছে।

আরও পড়ুন:‌ পথ দুর্ঘটনা রুখতে বিশেষ ব্যবস্থা, ‌কাজ করছে স্টেট রোড সেফটি অডিট সেল

অন্যদিকে বাংলায় আসার কথা লিওনেল মেসির। সেই খবর এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। তার মধ্যে মুখ্যমন্ত্রী স্টেডিয়ামে বসে খেলা দেখছেন সেটা ফেসবুকে পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী খেলা দেখছেন পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। মন দিয়ে সবটা দেখছেন। ১২০ বছরের পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদ ফুটবল ইতিহাসে একটা নাম। তাই সেই ক্লাবের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। আর সৌরভকে বলেন, ‘‌বাংলা খেলায় আরও উন্নতি করুক সেটাই চাই।’‌