India Vs Morocco, Davis Cup World Group II Tie: Rohan Bopanna Retiring On Sunday, Know In Details

লখনউ: বয়স তাঁর ৪৩ পেরিয়েছে মাস ছয়েক আগেই। কিন্তু টেনিস কোর্টে এখনও আগের মতোই সপ্রতিভ। ম্যাচ জিতে চলেছেন গ্র্যান্ড স্ল্যামের মঞ্চেও। তবে এবার ডেভিস কাপ কেরিয়ারে ইতি টানছেন রোহন বোপান্না (Rohan Bopanna)। রবিবার শেষ ম্যাচ খেলবেন তিনি। তার আগে ডেভিস কাপ নিয়ে বর্তমান প্রজন্মের তারকাদের মধ্যে আগ্রহ কমে যাওয়া নিয়েও হতাশা প্রকাশ করেছেন বোপান্না।

বয়স যে কেবল একটা সংখ্যা মাত্র তা তিনি প্রমাণ করেছেন সম্প্রতি যুক্তরাষ্ট্র ওপেনের ডাবলসের ফাইনালে উঠে। সেই তারকা এবার হতাশা প্রকাশ করলেন ডেভিস কাপ নিয়ে। বোপান্না বলেছেন, ‘এখন এই টুর্নামেন্ট শুধু আসো, খেলো এবং চলে যাও এই ধরনের হয়ে গিয়েছে। একটা দলগত পরিবেশ ছিল। যা গত কয়েক বছরে হারিয়ে গিয়েছে। আমাদের আগের পরিবেশ ফিরে পাওয়া দরকার।’

বোপান্না যোগ করেন, ‘ডেভিস কাপের মানে হল একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একসঙ্গে থাকা এবং একসঙ্গকে সময় কাটানো।যার অভাব বর্তমানে চোখে পড়ছে। সফল দল পাওয়ার জন্য আমাদের আগের পরিবেশ ফিরিয়ে আনতেই হবে।’ বোপান্না আরও বলেন, ‘এই টুর্নামেন্টের গুরুত্ব হারিয়ে যাওয়ার পেছনে নির্দিষ্ট কোনও কারণ জানা নেই। তবে অনেকে শুধুমাত্র নিজেদের নিয়ে ভাবছে। সকলেই এটিপি নিয়ে চিন্তিত। কিন্তু ডেভিস কাপ আর এটিপি ট্যুর সম্পূর্ণ আলাদা। ডেভিস কাপ প্রমাণ করে দেয় যে, বিশ্বর‍্যাঙ্কিং বলে কিছু হয় না। এখানে দুর্বল প্রতিপক্ষের কাছেও শক্তিশালী দল হেরে যায়।’

কয়েক দিন আগেই ৪৩ বছর ছ’মাস বয়সে যুক্তরাষ্ট্র ওপেনের ডাবলসের ফাইনালে উঠে নজির গড়েছিলেন। মরক্কোর বিরুদ্ধে ডেভিস কাপে শেষবারের মতো খেলতে দেখা যাবে বোপান্নাকে। ভারতীয় দলের বাকি সদস্যরা বোপান্নাকে এই ‘ওয়ার্ল্ড গ্রুপ টু’-এর টাই জিতে বিদায়ী উপহার দিতে পারবেন?

খাতায়-কলমে ভারতই মরক্কোর চেয়ে এগিয়ে। ভারতের এক নম্বর সিঙ্গলস খেলোয়াড় সুমিত নাগাল ছন্দে আছেন। অস্ট্রিয়ায় একটি চ্যালেঞ্জার প্রতিযোগিতায় ফাইনালে খেলার পরে তিনি এই টাইয়ে নামছেন। তিনি ভারতকে সিঙ্গলসে দু’পয়েন্ট এনে দেবেন, মনে করছে ভারতীয় শিবির। শশী কুমার মুকুন্দের অভিষেক হতে পারে। সঙ্গে দিগ্বিজয় প্রতাপ সিংহও আছেন। ডাবলসে বোপান্না খেলবেন য়ুকি ভামব্রির সঙ্গে জুটি বেঁধে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial