Amit Shah in Bihar: ‘এবার যদি মোদী প্রধানমন্ত্রী না হন তবে…’ ২০২৪ নিয়ে বড় কথা জানালেন অমিত শাহ

সামনেই লোকসভা ভোট। তার আগে বিরাট সম্ভাবনার কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারের ঝাঁঝরপুরের মধুবনী জেলায় তিনি জানিয়েছেন, ২০১৯ সালের ভোটে ৩৯টি লোকসভা আসনে জয় পেয়েছিল এনডিএ। আর এবার সব রেকর্ড ভেঙে দেবে।

তিনি জানিয়েছেন, আমরা ৩৯টি আসনে জয়লাভ করেছিলাম ২০১৯ সালে। এবার সব রেকর্ড ভেঙে যাবে। আমরা ৪০টি আসনে জয়লাভ করব।

তিনি জানিয়েছেন, বিহারের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন বিগড়ে যাচ্ছে। সুবিধাবাদী জোট পরিস্থিতি আরও খারাপ করে দিচ্ছে।

তাঁর মতে বর্তমান মহাগোটবন্ধন পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন , মোদীজী যদি আবার প্রধানমন্ত্রী না হন তবে গোটা সীমাঞ্চল অনুপ্রবেশকারীতে ভর্তি হয়ে যাবে। বিরাট আশঙ্কার কথা জানালেন অমিত শাহ। তবে সেই সঙ্গেই তিনি নিশ্চিত করে দিয়েছেন এবার মোদীজিই প্রধানমন্ত্রী হবেন। তাঁর মতে, লালু চান তাঁর ছেলে মুখ্য়মন্ত্রী হোন। আর নীতীশ চান প্রধানমন্ত্রী হতে। কিন্তু তাঁদের ইচ্ছা কোনওদিনই পূরণ হবে না। মোদীজি আবার ২০২৪ সালে প্রধানমন্ত্রী হবেন।

তাঁর মতে, তেলে জলে কোনওদিন মিল হয় না। নীতীশ ও লালুপ্রসাদ যাদবের মধ্যে কোনওদিন দীর্ঘদিন ধরে মিল হবে না। এটা বুঝতে হবে।

তিনি বলেন, বিরোধীরা রাম মন্দিরে বাধা দিচ্ছেন। নির্মাণ কাজ বন্ধ করার জন্য সব চেষ্টা করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, লালু প্রসাদ যাদব, নীতীশ কুমার কোনওদিন চাননি যে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ হয়ে যাক।

অমিত শাহ বলেন, লালু চান তাঁর ছেলে মুখ্য়মন্ত্রী হোন। আর নীতীশ চান প্রধানমন্ত্রী হতে। কিন্তু তাঁদের ইচ্ছা কোনওদিনই পূরণ হবে না। মোদীজি আবার ২০২৪ সালে প্রধানমন্ত্রী হবেন। কার্যত লালু প্রসাদ আর নীতিশ কুমারের আশায় জল ঢেলে দিলেন তিনি।

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, জি২০তে আফ্রিকান ইউনিয়ন যুক্ত হয়েছে সেটা কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই সম্ভব হয়েছে।