শুরুতে পিছিয়ে পড়ে জিতলো ম্যানসিটি, বার্সার গোল উৎসব

গতবার চ্যাম্পিয়নস লিগের প্রথম শিরোপা জিতে আক্ষেপ মিটিয়েছিল ম্যানচেস্টার সিটি। এবার তাদের শিরোপা ধরে রাখার মিশন। সেই চ্যালেঞ্জে আজ প্রথম ম্যাচে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে সিটিজেনরা। অপর ম্যাচে বার্সেলোনা ঘরের মাঠে অ্যান্টওয়ার্পকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। 

সিটির ম্যাচটাও ছিল ঘরের মাঠে। শুরু থেকে দাপট দেখালেও প্রথমার্ধের ৪৫ মিনিটে তাদের জাল কাঁপিয়ে স্তব্ধ করে দিয়েছিল রেড স্টার বেলগ্রেড। বুকারির গোলে স্কোর হয়ে যায় ১-০। বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ম্যানসিটি। চ্যাম্পিয়ন দলের মতো আক্রমণে ধার বাড়িয়ে হুলিয়ান আলভারেজের গোলে ৪৭ মিনিটে ফেরায় সমতা। ৬০ মিনিটে আর্জেন্টাইন করেন দ্বিতীয় গোল। ৭৩ মিনিটে রদ্রি তৃতীয় গোলটি করলে ম্যাচ থেকে ছিটকে যায় প্রতিপক্ষ। 

সর্বশেষ দুই আসরে গ্রুপ পর্বে ছিটকে যাওয়া বার্সেলোনা অবশ্য অ্যান্টওয়ার্পকে পেয়ে ছেলেখেলা করেছে। ২৩ মিনিটের মধ্যে তুলে নেয় তিন গোল! ১১ মিনিটে শুরুর গোলটি করেছেন জোয়াও ফেলিক্স, ১৯ মিনিটে রবের্ত লেভানদোভস্কি। ২২ মিনিটে অবশ্য আত্মঘাতী গোলে স্কোর দাঁড়ায় ৩-০। বিরতির পর ৫৪ মিনিটে গাভি করেন চতুর্থ গোল। ৬৬ মিনিটে ফেলিক্স তার জোড়া গোলটি করলে পরে আর ব্যবধানে হেরফের করতে পারেনি অ্যান্টওয়ার্প।