শান্তনু সেনকে বাড়তি দায়িত্ব রাজ্যসভায়, নয়া চাল দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

নতুন ভবনে নতুন চাল। আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যসভায় বড় দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেনকে। রাজ্যসভার ভাইস চেয়ারম্যান পদের প্যানেলে নাম রাখা হয়েছে শান্তনু সেনের। আর তা নিয়েই নানা গুঞ্জন শুরু হয়েছে। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। আর তার প্রথমদিনই উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় রাজ্যসভার প্যানেল ঢেলে সাজালেন। আর সেখানেই খেলে দিলেন। ওই প্যানেলে ৫০ শতাংশ স্থান দেওয়া হয়েছে মহিলা সাংসদদের। আর নাম রয়েছে শান্তনু সেনের। তবে রাজ্যসভার চেয়ারম্যানের দেওয়া দায়িত্ব তৃণমূল কংগ্রেস সাংসদ নেবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়।

এদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সংসদীয় দলের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই, একতরফা প্যানেলের সদস্য হিসেবে শান্তনু সেনের নাম ঘোষণা করেছেন জগদীপ ধনখড়। বাংলার রাজ্যপাল থাকাকালীন রাজ্য সরকারের সঙ্গে অত্যন্ত খারাপ সম্পর্ক তৈরি হয়েছিল। তবে এতদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্যানেলের সদস্য ছিলেন সুখেন্দুশেখর রায়। সেখানে তাঁকে সরিয়ে দিয়ে শান্তনু সেনকে সামনে নিয়ে এসে দলের মধ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করার খেলা খেলেছেন। তাই রাজ্যসভার চেয়ারম্যানের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। শান্তনু সেন নিজে জানান, দল অনুমতি দিলে তবেই তিনি দায়িত্ব নেবেন।

অন্যদিকে রাজ্যসভার অধিবেশনের শুরুতেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় জানান, ভাইস–চেয়ারম্যানের প্যানেল নতুন করে গঠন করা হয়েছে। সেখানে ৫০ শতাংশ মহিলা সদস্য রয়েছেন। চার মহিলা সদস্য হিসেবে তিনি বিজেপি সাংসদ কান্তা কর্দম, সুমিত্রা বাল্মীকি, চন্দ্রপ্রভা এবং বিজু জনতা দলের সাংসদ মমতা মোহান্তর নাম ঘোষণা করেন। আর অন্য চার সদস্য হিসেবে তিনি কংগ্রেস সাংসদ অখিলেশ প্রসাদ সিং, আম আদমি পার্টির সাংসদ নারায়ণ দাশগুপ্ত, ওয়াইএসআর কংগ্রেসের ভি বিজয়সাই রেড্ডি এবং তৃণমূল কংগ্রেসের শান্তনু সেনের নাম ঘোষণা করেন। এই পদের দৌলতে রাজ্যসভার চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভাইস–চেয়ারপার্সন প্যানেলের সদস্যরা সভাপতিত্ব করতে পারেন।

আরও পড়ুন:‌ শুভেন্দুর সঙ্গে দেখা করলেন না রাজ্যের স্বরাষ্ট্রসচিব, চিঠি পাঠালেন বিরোধী দলনেতাকে

আর কী জানা যাচ্ছে?‌ এই নিয়ে নানা মুনির নানা মত তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে শান্তনু সেন জানান, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, রাজ্যসভার চেয়ারপার্সন প্যানেলে তাঁর নাম ঘোষণা করার পর তিনি তা নিয়ে রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে আলোচনা করেছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি জানিয়েছেন। সূত্রের খবর, গোটা বিষয়টি দেখছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল অনুমতি দিলে তবেই তিনি এই দায়িত্ব নেবেন।