Owaisi Speech: ‘আমি বিপক্ষে, কারণ….’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে যা বললেন ওয়াইসি

শেষ পর্যন্ত মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষোই ভোট দিলেন এআইমিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। যে দুজন এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন তাতে ওয়াইসি ছাড়াও তাঁর দলে এক সাংসদ ইমতিয়াজ জালিলও রয়েছেন। ভোটাভুটির আগে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বক্তব্য রাখার সময় ওয়াইসি বলেন এই মূলত ‘সাবর্ণ মহিলা'(উচ্চবর্ণের)দের সুযোগ করে দেবে। ওবিসি এবং মুসলিম মহিলাদের জন্য এই বিলে কোনও জায়গা নেই। তিনি এই বিলকে ওবিসি এবং মুসলিম মহিলা বিরোধী বিল বলেন।

বক্তব্য রাখতে গিয়ে ওয়াইসি বলেন, ‘মোদি সরকার আসলে সাবর্ণ মহিলাদেরই প্রতিনিধিত্ব বাড়াতে চায়। তাঁরা ওবিসি ও মুসলিম নারীদের প্রতিনিধিত্ব চায় না।’ তিনি আরও বলেন,’১৭তম লোকসভা পর্যন্ত ৬৯০ জন মহিলা সাংসদ নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ২৫ জন মুসলিম সম্প্রদায় থেকে এসেছেন।’

ওয়াইসি এই বিলের বিরোধিতা করে বলেন, ‘আমার দলের পক্ষ থেকে আমি এই বিলের বিরোধিতা করছি। এই আইন আনার যৌক্তিকতা তখনই থাকে যখন সংসদ এবং রাজ্য বিধানসভায় আরও বেশি করে মহিলা নির্বাচিত হওয়াকে নিশ্চিত করা। তাহলে কেন এই বিলে মহিলা ও মুসলিমদের জন্য সংরক্ষণের রাখা হচ্ছে না, যাঁদের প্রতিনিধিত্ব এই বাড়িতে ন্যূনতম।’

(পড়তে পারেন। শাহ ভাষণ দিতে উঠতেই লোকসভা ছাড়লেন রাহুল, মোদীর সেনাপতি বললেন ‘ডারো মত’) 

(পড়তে পারেন। ‘মমতাই হলেন মহিলা সংরক্ষণ বিলের মা’, গর্ব আর লজ্জা উভয়ের কথাই জানালেন মহুয়া)

তিনি বলেন, ‘আমরা জানি মুসলিম মহিলারা জনসংখ্যা ৭ শতাংশ। কিন্তু লোকসভায় তাঁদের প্রতিনিধিত্ব মাত্র ০.৭ শতাংশ।’

আইমিম প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি ওবিসি। কিন্তু আপনার এই বাড়িতে মাত্র ১২০ জন ওবিসি সাংসদ রয়েছেন। ২৩২জন উচ্চবর্ণের সাংসদ রয়েছেন। প্রধানমন্ত্রী বলছেন, আমি একজন ওবিসি। অথচ আপনি ওবিসিদের দেখভাল করছেন না। ‘

তাঁর এই বক্তব্যের পর খুব  স্বাভাবিক ছিল তিনি বিলের বিপক্ষেই ভোট দেবেন। সংসদ সূত্র বলছে, আইমিম প্রধান মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষেই ভোট দিয়েছেন। যদিও ৪৫৪ ভোট পেয়ে বিলটি লোকসভায় পাশ হয়েছে। ভোট সংখ্যাতেই স্পষ্ট রাজ্যসভাতেও এই বিল পাশ হবে।