Justice: ‘গরিব হলে জেল আর বড়লোকেদের বেল, এটা যেন না হয়,’ জানালেন বিচারপতি

আব্রাহাম থমাস

কারোর টাকা কম। আবার কারোর টাকা বেশি। সেই টাকার উপর নির্ভর করে আইনজীবী দেওয়া হয় মামলায়। তবে বিচারকরা কোনও অভিযুক্তের আর্থিক সামর্থ্যের উপর নির্ভর করে কতটা ভালো আইনজীবী দিতে পারলেন তা নিয়ে যেন বৈষম্য না করেন। জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি তথা ন্যাশানাল লিগাল সার্ভিসেস অথরিটি অফ ইন্ডিয়ার বিচারপতি সঞ্জয় কিষান কৌল। কারণ তাঁর পর্যবেক্ষণ জেলবন্দি যাঁরা গরিব, ভালো আইনজীবী রাখার মতো ক্ষমতা নেই তাঁরা জামিন পাচ্ছেন না। অথচ ধনীরা তাড়াতাড়ি জামিন পাচ্ছেন।

NALSA’র দুমাস ধরে যে প্রচার কর্মসূচি যেখানে বলা হচ্ছে সাজাপ্রাপ্ত বন্দিদের মুক্তির ব্যাপারে চেষ্টা করা হবে। তার সূচনা করেন বিচারপতি।

বিচারপতি বলেন, কেমন মানের আইনজীবী নিয়োগ করা হচ্ছে তার উপর যেন রায়দান নির্ভর না করে।

তিনি জানিয়েছেন, দিনের পর দিন গরীব, শিক্ষাহীন মানুষদের আটকে রাখলে তার পরিবারের উপর একটা খারাপ প্রভাব পড়ে। আর যাদের ভালো আইনজীবী রাখার ক্ষমতা আছে তারা আগেই জামিন পেয়ে যান।

সেই সঙ্গেই জেলের অন্দরে কীভাবে চাপ রয়েছে তা নিয়ে তথ্য দেন তিনি। তাঁর মতে ২০২১ সালে দেশের ১৩১৯ সংশোধনাগারের মধ্য়ে গড় বন্দির সংখ্যা ছিল ১৩০ শতাংশ। আর সেই চাপ কমানোর জন্য়ই এই প্রচার কর্মসূচি শুরু করলেন তিনি।

সেই সঙ্গে দিনের পর দিন কাউতে জেলে আটকে রাখলে কী ধরনের প্রভাব পড়ে সেকথাও উল্লেখ করেন তিনি।মুক্তির ক্ষেত্রে সকলেরই যাতে আইন অনুসারে সমান অধিকার থাকে তার উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে।