খলিস্তানি বিতর্কের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য কানাডাবাসীদের ভারতীয় ভিসা দেওয়া বন্ধ করল মোদী সরকার

অনিরুদ্ধ ভট্টাচার্য

ক্রমেই খালিস্তান ইস্যুকে কেন্দ্র করে কানাডা-ভারত সঙ্গে তোপ পাল্টা তোপের পারদ চড়ছে। সদ্যই খবর পাওয়া গিয়েছিল যে, ‘মিশন ইন ইন্ডিয়া’ থেকে কানাডা তার কূটনীতিবিদদের দেশে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে ছিল। এবার কার্যত কানাডার মুখের ওপর জবাব দিয়ে, মোদী সরকার নিল আরও এক পদক্ষেপ। অনির্দিষ্টকালের জন্য কানাডাবাসীদের ভারতীয় ভিসার পরিষেবা বন্ধ করে দিল দিল্লি। 

 এর আগে, খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় ভারতীয় এজেন্টের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছিলেন কানাডার প্রাইমমিনিস্টার জাস্টিন ট্রুডো। তারপর থেকেই পর পর ঘটনা পরম্পরায় গত ৩ দিনে কানাডা ও ভারতের সম্পর্কের উষ্ণতা অনেকটাই তলানিতে। দিল্লি ও ওটাওয়ার মধ্যে ক্রমেই চড়েছে সংঘাতের পারদ। ইতিমধ্যেই , কানাডা জানিয়েছে, ভারতে অবস্থিত তাদের কূটনীতিবিদদের সুরক্ষার জন্য তাঁরা ব্যবস্থা নিচ্ছে। কানাডা জানাচ্ছে, ভারতে তাদের কতজন স্টাফ রয়েছেন, তা তারা খতিয়ে দেখছে। কানাডার দাবি, ইতিমধ্যেই তারা সোশ্যাল মিডিয়ায় হুমকি পেয়েছে, ফলে স্টাফদের নিরাপত্তা নিয়ে আর ঝুঁকি নিতে নারাজ ওট্টাওয়া। কানাডা গ্লোবার অ্যাফেয়ার্সের এক মুখপাত্রকে উদ্ধৃত করে এই পদক্ষেপের কথা জানিয়েছে ন্যাশনাল পোস্ট। উল্লেখ্য, এর আগে কানাডার প্রাইমমিনিস্টার জাস্টিন ট্রুডোর এক মন্তব্য বিতর্কের ঝড় তোলে। খালিস্তানি নেতা হরদীপ সিং গুজ্জরের ভারতীয় এজেন্টের হাত থাকা নিয়ে ট্রুডো যে মন্তব্য করেছেন, তারপরই কূটনৈতিক পর্যায়ে দুই দেশের সংঘাত তৈরি হয়। দুই দেশের তরফে জবাব পাল্টা জবাবের পরম্পরা দেখা যায়। 

এদিকে, দিল্লির তরফে যে কানাডাবাসীদের ভারতীয় ভিসা পরিষেবা আপাতত বন্ধ করা হল, তার অফিশিয়াল ঘোষণা এখনও আসেনি। যে সংস্থা কানাডায় ভিসা সংক্রান্ত দফতর চালায়, সেই সংস্থা বিএলএস ইন্টারন্যাশনালও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে তারা তাদের কানাডার ওয়েবসাইটে একটি নোটিস প্রকাশ করেছে। সেখানে লেখা রয়েছে,’ইন্ডিয়ান মিশনের তরফে গুরুত্বপূর্ণ নোটিস, কার্যগত কিছু কারণে ২১ সেপ্টেম্বর ২০২৩ থেকে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা পরিষেবা সাসপেন্ড করা হল পরবর্তী নোটিস আসা পর্যন্ত।’  ভারতের এক সরকারি অফিসার সূত্রে যদিও খবরটি নিশ্চিত করা হয়েছে যে, কানাবাসীদের ভারতীয় ভিসা সাসপেন্ড করা হয়েছে, তবে এই বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি। তিনি সাফ বলছেন, ‘ভাষা খুবই স্পষ্ট, যা বলতে চাওয়া হয়েছে, তাই বলা হয়েছে।’ উল্লেখ্য, কোভিড ১৯ এর পর এই প্রথমবার কানাডাবাসীদের ভিসা পরিষেবা বন্ধ করল দিল্লি।