মিরপুরে বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

ভারী বর্ষণে নাকাল রাজধানী ঢাকা। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। এই পরিস্থিতিতে কমার্স কলেজের পেছনে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে সাত বছরের এক শিশু রয়েছে। এ ছাড়া তার বাবা মিজান ও মা মুক্তা বেগমও মারা যান। একই ঘটনায় মোহাম্মদ অনিক নামে আরও একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় মহসিন বলেছেন, বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় পানিতে থাকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন মারা যান। পরে তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

 

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বৃষ্টি। কিন্তু বৃষ্টির বেগ তখন বেশি ছিল না। রাত ৮টা নাগাদ মুষলধারে বৃষ্টি শুরু হয়। আড়াইটার ঘণ্টা টানা বৃষ্টির পর থেমে থেমে চলছেই। এতে ডুবে গেছে ঢাকার ধানমন্ডি, কলাবাগান, মিরপুরসহ বেশিরভাগ রাস্তাঘাট, অলিগলি। একদিকে যানজট অন্যদিকে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।