Ind Vs Aus 1st ODI Innings Highlights: Australia Give Target Of 277 Runs Against India At PCA Stadium In Mohali

মোহালি: বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আর ২ সপ্তাহ বাকি। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পেস আক্রমণে কোন ত্রয়ীকে দেখা যাবে? যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ়, শার্দুল ঠাকুর? নাকি বুমরা, সিরাজ়ের সঙ্গে মহম্মদ শামি (Mohammed Shami)?

প্রশ্নটা আরও জোরাল হয়ে উঠল মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের পর। যেখানে অস্ট্রেলিয়া ইনিংসকে তছনছ করে দিলেন শামি। বাংলার পেসারের গতির আগুনের কোনও জবাব ছিল না অজ়ি ব্যাটারদের কাছে। শেষ পর্যন্ত শামির বোলিং পরিসংখ্যান দাঁড়াল ১০-১-৫১-৫।

শামির গতির ধাক্কায় মোহালিতে অস্ট্রেলিয়াও ধাক্কা খেল। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে অস্ট্রেলিয়া তুলল ২৭৬ রান। শামির ৫১ রানে ৫ উইকেটই ওয়ান ডে কেরিয়ারে তাঁর সেরা বোলিং। মোহালিতে মহম্মদ সিরাজ়কে খেলায়নি ভারত। এশিয়া কাপের ফাইনালের নায়ককে বিশ্রাম দেওয়া হয়েছিল। তাঁর পরিবর্তে সুযোগ পান শামি। আর সুযোগ পেয়েই বল হাতে আগুন ছোটালেন।

এদিন তিন পেসার হিসাবে ভারত খেলায় যশপ্রীত বুমরা, শামি ও শার্দুল ঠাকুরকে। প্রথম দুই ম্যাচে নেই হার্দিক পাণ্ড্য। যিনি পেসার অলরাউন্ডার হিসাবে দলের ভরসা। বিশ্বকাপের দলে প্রথম একাদশে খেলবেন হার্দিক। বুমরা ও সিরাজ়ের জায়গাও পাকা। বিশ্বকাপের আগে ব্যাটিংয়ের দক্ষতার জন্য শামির চেয়ে শার্দুলকে এগিয়ে রাখছিল টিম ম্যানেজমেন্ট। যদিও শামির বল হাতে পারফরম্যান্স রাহুল দ্রাবিড়-রোহিত শর্মাদের সব হিসেবনিকেশ ওলট পালট করে দিতে পারে।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুরুতেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দেন শামি। প্রথম ওভারেই তুলে নেন মিচেল মার্শকে। কিন্তু তারপরই ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের। অবশ্য একবার প্রাণ ফিরে পান ওয়ার্নার। শার্দুল ঠাকুরের বলে ওয়ার্নারের ক্যাচ ফেলেন শ্রেয়স আইয়ার। তখন ওয়ার্নারের রান মাত্র ১৪। শেষ পর্যন্ত রবীন্দ্র জাডেজার বলে ফেরার আগে ৫৩ বলে ৫২ রান করে যান ওয়ার্নার। আর ৬১ রান করলে ওয়ান ডে ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ হয়ে যেত স্মিথের। কিন্তু ৪১ রান করে শামির বলে তিনি বোল্ড হয়ে যান। এই দুজন ছাড়া রান পেয়েছেন জশ ইংলিস (৪৫), মার্নাস লাবুশেন (৩৯)।

ভারতীয় বোলারদের মধ্যে শামি ছাড়া একটি করে উইকেট পেয়েছেন বুমরা, জাডেজা ও আর অশ্বিন। ওয়ান ডে ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচে অনেকের নজর ছিল অশ্বিনের দিকে। ১০ ওভারে ৪৭ রান দিয়ে ১ উইকেট পান অফস্পিনার।

আরও পড়ুন: শামির ৫ উইকেটে টালমাটাল অস্ট্রেলিয়া, ভারতের সামনে জয়ের লক্ষ্য ২৭৭ রান

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial