Source Code Of EVMs: ইভিএমের সোর্স কোডের স্বাধীন অডিট চেয়ে জনস্বার্থ মামলা, খারিজ করল সুপ্রিম কোর্ট

ইলেকট্রনিক ভোটিং মেশিনের সফটওয়্যার স্বাধীন ভাবে অডিট করতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করে একটি সংস্থা। সে মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদরিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ পর্যবেক্ষণ মামলাকারীরা আদালতের কাছে এমন কোনও প্রমাণ রাখেনি যাতে মনে নির্বাচন কমিশন সংবিধানিক নিয়ম লঙ্ঘণ করছে। আদালত বলে, ‘সাংবিধানিক ভাবে ভারতের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার কাজে দায়িত্বপ্রাপ্ত। মামলাকারীরা আদালতের কাছে পদক্ষেপযোগ্য এমন কোনও উপাদান রাখেনি যাতে মনে হয় নিবার্চন কমিশন তাদের সংবিধানিক আদেশ লঙ্ঘন করছে। ‘

বেঞ্চ বলে, সোর্স কোডটি যে পদ্ধতিতে অডিড করা উচিত এবং অডিট রিপোর্টটি জনসমক্ষে রাখা উচিত কিনা তা কমিশনের বিচারাধীন বিষয়।

আদালত বলে, ‘এই ধরনের নীতিগত প্রশ্নে আমরা কোনও নির্দেশ দিতে আগ্রহী নই। আমাদের কাছে এমন কোন উপাদন হাজির করা হয়নি যারা দ্বারা বোঝা যায় কমিশন তা পূরণে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে না। সুনীল আহা নামে এক ব্যক্তি দায়ের করা জনস্বার্থ মামলায় শীর্ষ আদালত তার এই পর্যবেক্ষণের কথা জানিয়েছে।

সোর্স কোড হল প্রোগ্রামারের দেওয়া কমপিউটার প্রোগ্রামিং-এর সেট। সংক্ষিপ্ত সময়ের শুনানিতে সুপ্রিম কোর্টের বেঞ্চ বলে, আদালতে প্রবেশের জন্য ইপাশের অনুমতি দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি বলেন, ‘আমরা যদি সোর্স কোড কী তা প্রকাশ্যে আনা শুরু করি তবে তা সহজেই হ্যাক করতে সক্ষম হবে হ্যাকাররা।’

এই জনস্বার্থ মামলায় আবেদনকারীর যুক্তি ছিল, সোর্স কোডের অডিট করা জরুরি। কারণ এই সোর্স কোডের পিছনে মস্তিষ্কই হল গণতন্ত্র টিকে থাকার উপাদান।