‘Shubman Gill Wants To Be The Next Virat Kohli’, Suresh Raina’s Huge Praise Before Cricket World Cup 2023

নয়াদিল্লি : ভারতীয় ক্রিকটের অন্যতম উদীয়মান নক্ষত্র। শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে একথা এখন একবাক্যে স্বীকার করছেন ক্রিকেট-বিশ্লেষকরা। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার অন্যতম সেরা ব্যাটার। যদিও এখনও সেরাটা বেরিয়ে আসেনি গিলের ব্যাট থেকে, এমনই অনুমান বিশ্লেষকদের। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে (Asia Cup) গিলের অনবদ্য পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। ৬ ম্যাচে ৭৫.৫০ গড়ে ৩০২ রান তুলেছেন প্রতিভাবান এই ক্রিকেটার। এহেন সাফল্যের বলয়ের মধ্যে দিয়ে চলা শুভমনকে এবার প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina)। 

জিও সিনেমা-কে রায়না বলেন, “বিশ্বকাপে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবেন গিল। আমি জানি, উনি সুপারস্টার হতে চান, পরবর্তী বিরাট কোহলি হয়ে উঠতে চান। যদিও সেই বৃত্তের মধ্যে ইতিমধ্যেই ঢুকে গেছেন এবং এই বিশ্বাকাপের পর তাঁকে নিয়ে আমরা আরও বেশি করে চর্চা করব।” তাঁর সংযোজন, “যে ফর্মে এই মুহূর্তে গিল খেলছেন, তা সত্যিই অসাধারণ। স্পিনাররা বুঝতে পারছেন না কোথায় তাঁকে বল করতে হবে। আর ফাস্ট বোলাররা যদি বলে স্যুইং করাতে না পারেন, তাহলে সেই বল দারুণভাবে স্ট্রেট ব্যাটে বা ফ্লিক খেলে দিচ্ছেন গিল। ওঁর মানসিকতার এখানেই শেষ নয়। ২০১৯ বিশ্বকাপে রোহিত শর্মা যেটা করেছিলেন, গিলও একই জিনিস এবছর ভারতের হয়ে করতে পারেন। তবে, ৫০ ওভারই ব্যাট করতে হবে ওঁকে। আমার মনে হয়ে, ও জন্মগত নেতা, নিজের খেলার মাধ্যমে সেটা প্রমাণও করেছেন।”

এশিয়া কাপের আগের সময়টা অবশ্য ভাল যায়নি গিলের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে তাঁর পারফরম্যান্স সমালোচনার মুখে পড়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজ ও পাঁচটি টি২০-তে সেভাবে নজর কাড়তে পারেননি গিল। যদিও এশিয়া কাপে তাঁর অসাধারণ কামব্যাক হয়েছে। 

এপ্রসঙ্গে রায়না বলছেন, “দেড় বছর ধরে ধারাবাহিকতা বজায় রেখেছেন শুভমন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঝে একটু সমস্যায় পড়েছিলেন। কিন্তু, এশিয়া কাপে তাঁর দারুণ প্রত্যাবর্তন হল। তাঁকে দেখে ইতিবাচক লাগছে। ভাল ফুটওয়ার্ক রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যেখানে ৪০-এ আউট হয়ে যাচ্ছিলেন, সেখানে এখন অনায়াসে ৫০-১০০ করে ফেলছেন।” 

প্রসঙ্গত, বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus)। আজ, শুক্রবার মোহালিতে মুখোমুখি হচ্ছে দুই দল। বিশ্বকাপ (ODI World Cup) শুরু হতে আর দু’সপ্তাহও বাকি নেই। চূড়ান্ত প্রস্তুতি সারতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে ভারত (Ind vs Aus)।

বিশ্বকাপেও দুই দল অভিযান শুরু করবে একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। চেন্নাইয়ে সেই খেলা হবে ৮ অক্টোবর। তার আগে ৬ দিনের মধ্যে তিনটি ওয়ান ডে খেলতে হবে ভারত ও অস্ট্রেলিয়াকে।