দ্বিগুণ হয়েছে স্বাস্থ্যবিমার প্রিমিয়াম, চরম ক্ষোভ পুলিশকর্মীদের মধ্যে

বিমা সংস্থা বদলাতেই বিমার খরচ হয়েছে প্রায় দ্বিগুণ। আর তাতেই ক্ষোভ তৈরি হয়েছে রাজ্য পুলিশের নিচুতলার কর্মীদের মধ্যে। চড়া হারে প্রিমিয়াম দিয়ে কেউই স্বাস্থ্য বিমা করাতে আগ্রহী হবেন না বলে জানিয়ে ইতিমধ্যে খরচ কমানোর দাবিতে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে চিঠি দিয়েছে স্টেট ওয়েলফেয়ার কমিটি। ওদিকে বিজেপির দাবি, এর পিছনেও কাটমানির খেলা থাকতে পারে।

রাজ্য পুলিশের নিচুতলার কর্মীদের জন্য বিমার ব্যবস্থা রয়েছে। তবে তা বাধ্যতামূলক নয়। এতদিন সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশের মতো পদে বিমার প্রিমিয়াম ছিল ২,১০০ টাকা। আর কন্সটেবল পদে ১০,০০০ টাকা। কিন্তু সম্প্রতি সেই প্রমিয়াম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। কন্সটেবল পদে প্রায় ২১,০০০ টাকা ও সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশের প্রায় ৪,১০০ টাকা।

পুলিশ কর্মীদের দাবি, এই বিপুল প্রিমিয়াম দিয়ে তাদের পক্ষে স্বাস্থ্য বিমা করানো সম্ভব নয়। এর থেকে কম খরচে খোলা বাজারে স্বাস্থ্য বিমা করা যায়।

পুলিশকর্মীদের অসন্তোষের কথা জানিয়ে ডিজি মনোজ মালব্যকে চিঠি দিয়েছে পুলিশকর্মীদের সংগঠন স্টেট ওয়েলফেয়ার কমিটি। তাতে প্রিমিয়াম কমানোর আবেদন করা হয়েছে। যদিও পুলিশের ওপরমহল সূত্রে খবর, পুরনো বিমা সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। নতুন যে বিমা সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে তারা বর্ধিত হারে প্রিমিয়াম দিতে হবে বলে জানিয়েছে। চিকিৎসার খরচ বেড়ে যাওয়াতেই বিমার খরচ বেড়েছে বলে দাবি তাদের।

পুলিশকর্মীদের পাশে দাঁড়িয়ে বিজেপির দাবি, এক লাফে বিমার প্রিমিয়াম দ্বিগুণ হতে পারে না। এর থেকেও নিশ্চই কাটমানি তোলার ব্যবস্থা হয়েছে।