রাশিয়ায় নতুন নিষেধাজ্ঞা প্রশ্নে হাঙ্গেরির সতর্কবার্তা

ইউক্রেনে আক্রমণের জেরে রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে আসছে পশ্চিমা মিত্ররা। কিন্তু নতুন করে নিষেধাজ্ঞায় বিরোধিতা করছে হাঙ্গেরি। এসব নিষেধাজ্ঞায় রাশিয়ার চেয়ে ইউরোপই ক্ষতির মুখে পড়ছে বলে মনে করেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জর্তো।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যম তাসকে দেওয়া সাক্ষাৎকারে পিটার সিজ্জার্তো এ কথা বলেন।

তিনি বলেন, আমরা যদি নিষেধাজ্ঞার বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে দেখতে পাবো রাশিয়ার চেয়ে ইউরোপেরই বেশি ক্ষতি হচ্ছে। এ অবস্থায় মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন দেখি না।

সাক্ষাৎকারে সিজ্জার্তো আরও বলেছেন, মধ্য ইউরোপে ইউক্রেনের শস্য সরবরাহ তাদের (ইউরোপ) কৃষিকে ধ্বংস করবে। আমাদের কৃষকদের কথা না বললেই নয়, অবশ্যই তাদেরকে রক্ষা করতে হবে।

সম্প্রতি শস্য রফতানি নিয়ে ইউক্রেনের সঙ্গে বিবাদে জড়ায় পোল্যান্ড। এর জেরে দুদিন আগে ইউক্রেনকে আর অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নেয় পোল্যান্ড সরকার। এমনকি ইউক্রেনীয় প্রেসিডেন্টকে এ নিয়ে সতর্ক করেছেন পোলিশ প্রধানমন্ত্রী।

সূত্র: সিএনএন