Lionel Messi Expresses Displeasure Regarding Paris Saint-Germain Did Not Recognizing Him After World Cup Win

মায়ামি: গত মরশুম শেষেই প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) সঙ্গে চুক্তি শেষে ফ্রান্সের ক্লাব ছাড়েন লিওনেল মেসি (Lionel Messi)। নতুন মরশুমে ইউরোপ ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন আর্জেন্তাইন কিংবদন্তি। যোগ দিয়েছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami)। নতুন ক্লাবে শুরুটাও দারুণভাবে করেছেন তিনি। তবে এসবের মধ্যেও নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে মেসির মনে জমে রয়েছে একরাশ ক্ষোভ। 

গত বছরের ডিসেম্বরেই এক স্মরণীয় ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্তিনা (Argentina Football Team)। তবে এই বিশ্বজয়ের জন্য পিএসজির তরফে কোনওরকম বিশেষ সম্মান বা কিছুই পাননি বলে জানান মেসি। তিনি বলেন, ‘আর্জেন্তিনা দলে যতজন সদস্য ছিল, তার মধ্যে মনে হয় আমিই একমাত্র খেলোয়াড় যাকে তাঁর বিশ্বকাপ জয়ের পর কোনও সংবর্ধনা দেয়নি। তবে হ্যাঁ, এটাই মনে রাখা দরকার যে আমি এমন এক দেশের ক্লাবে ছিলাম, যেই দেশের বিশ্বজয়ের আশা চূর্ণ করেই আমরা ফাইনাল জিতেছিলাম।’

দুই মহাতারকা মেসি ও কিলিয়ান এমবাপের সমীকরণ নিয়েও কম জলঘোলা হয়নি। তবে ফ্রান্স তারকার সঙ্গে তাঁর সম্পর্ক খুবই মিষ্টিমধুর বলে জানান মেসি। তিনি বলেন, ‘সত্যি বলতে ও এবং ওখানকার বাকি সকলের সঙ্গেই আমার সম্পর্ক খুবই ভাল। আমি মনে করি সবকিছুই কোনও না কোনও কারণে হয়। ওখানে কাটানো সময়টা যে গোটাটাই দারুণ ছিল তেমন নয়। তবে ওখানে থাকার সময়ই আমি বিশ্বকাপ জিতেছি।’

সাত বারের ব্যালন ডি’অরজয়ী মেসির বয়স ৩৬ পেরিয়েছে। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা এখনও চালিয়ে গেলেও অনেকেই মনে করছেন মেসি নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন। তবে পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনা কিন্তু সম্পূর্ণরূপে উড়িয়ে দিচ্ছেন না মেসি। আর্জেন্তাইন মহাতারকা বলেন, ‘আমি আগে পরবর্তী কোপা আমেরিকায় নিজের সেরা ফিটনেস নিয়ে মাঠে নামতে চাই এবং তারপরেই আমার শরীর বুঝে সিদ্ধান্ত নেব। পরের বিশ্বকাপে খেলা নিয়ে আমি এখনই কিছু ভাবছি না। পরিস্থিতি বুঝেই আমি বিশ্বকাপে খেলা বা না খেলার সিদ্ধান্ত নেব।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: সাত গোলের রুদ্ধশ্বাস ম্যাচে নায়ক রোনাল্ডো, আল হাইলিকে হারাল আল নাসর