সরেজমিনে রেশন দোকান পরিদর্শনে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, কেমন অভিজ্ঞতা হল তাঁর

বারাসাতে একাধিক রেশন দোকান পরিদর্শন করলেন খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ। রেশন নিতে আসা মানুষের কাছ থেকে অভাব – অভিযোগ জানার চেষ্টা করেন তিনি। মন্ত্রী জানান, উপভোক্তা সম্পর্ক অভিযানের অংশ হিসাবে রেশন দোকান পরিদর্শনে এসেছেন তিনি। গোটা রাজ্যেই খাদ্য ও সরবরাহ দফতরের আধিকারিকরা পরিদর্শনে নেমেছেন।

এদিন বারাসতের ডাক বাংলো মোড় লাগোয়া একটি রেশন দোকানে যান মন্ত্রী রথীন ঘোষ। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। সামগ্রীর গুণগত মান ও পরিমান নিয়ে সন্তোষ প্রকাশ করলেও তাঁরা অভিযোগ করেন, কোথায় কবে দুয়ারে রেশন ক্যাম্প হবে তার তালিকা রেশন দোকানে থাকে না। ফলে তাদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। সঙ্গে সঙ্গে রেশন ডিলারকে বড় করে দুয়ারে রেশনের তালিকা ছাপানোর নির্দেশ দেন মন্ত্রী।

এদিন রেশন দোকানে ঢুকে নিজে হাতে মাপ ও সামগ্রীর মান পরীক্ষা করেন রথীনবাবু। কেন্দ্রের সঙ্গে লিংকে সমস্যার জন্য মাঝে মাঝে রেশন দেওয়া বন্ধ রাখতে হয়। এছাড়া গ্রাহকদের কোনও সমস্যা হলে খাদ্য দফতরের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেন তিনি। মন্ত্রীর পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেছেন গ্রাহকরাও।