₹10 Grant per Madhyamik Students: মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা করে অনুদান দেবে পর্ষদ! কী হবে এই টাকায়?

মাধ্যমিক পরীক্ষার্থী পিছু স্কুলগুলিকে ১০ টাকা করে অনুদান দেবে পর্ষদ। এই অনুদানের পরিমাণ নিয়ে উঠেছে প্রশ্ন। গতকাল, শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ। যাতে বলা হয়, প্রতি মাধ্যমিক পরীক্ষার্থী পিছু স্কুলগুলিকে ১০ টাকা করে দেওয়া হবে। এই অনুদানের টাকা দিয়ে কী হবে? প্রশ্ন অভিভাবক থেকে শিক্ষকদের। বড়জোর একটি করে পেন বা একটি ছোট জলের বোতল দেওয়া যাবে এই টাকায়। উল্লেখ্য, ২০২৪ সালে প্রায় ১০ লাখ পরীক্ষার্থী মাধ্যমিক দেবে। তাদের জন্য প্রায় ১ কোটি টাকা অনুদানের ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, কোনও স্কুলে যদি ১০০ জন মাধ্যমিক পরীক্ষার্থী থাকে, তাহলে সেই স্কুলকে দেওয়া হবে ১০০০ টাকা।

এদিকে শুক্রবারের বিজ্ঞপ্তিতে পর্ষদের তরফে বলা হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য স্কুলের তরফে অনেক পদক্ষেপ করা হয়। এই আবহে ছাত্র পিছু দশ টাকা করে স্কুলগুলিকে দেওয়া হবে। এই পরিস্থিতিতে শিক্ষকদের প্রশ্ন, প্রস্তুতির জন্য যদি পড়ুয়াদের অতিরিক্ত ক্লাস নেওয়া হয়, টিফিনে একটা ছোট কেক বা দু’টো কলার বেশি এই টাকায় কিছুই হবে না। আর প্রস্তুতির জন্য তো আর সারা বছরে একটা ক্লাস নেওয়া হয় না। এই আবহে এই পরিমাণ অনুদানের কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না অনেকেই।

এদিকে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয়া পদক্ষেপ গ্রহণ করেছে পর্ষদ। জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষায় বিতর্কিত ও সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন রুখতে তৈরি করা হবে নয়া পাঠ্যবই। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ২০২৪ সালেই নবম–দশমের পড়ুয়ারা সেই নতুন বইগুলি হাতে পাবে। এমন পাঁচটি বই দেওয়া হবে। আর ২০২৫ সালে তা পড়ে পড়ুয়ারা মাধ্যমিক পরীক্ষা দেবে। তবে সিলেবাসে কোনও পরিবর্তন হবে না।

প্রসঙ্গত, অনেক সময় দেখা যায়, মাধ্যমিক পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে। আবার বিতর্কিত প্রশ্নও এসে থাকে। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় পাক–অধিকৃত কাশ্মীরের পরিবর্তে ‘আজাদ কাশ্মীর’ লেখা ম্যাপ পয়েন্টিং এসেছিল। তখন তুমুল বিতর্ক তৈরি হয়। এমনকী বিজ্ঞান এবং গণিতেও সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার অভিযোগ ওঠে। এই আবহে যে পাঁচটি বই সেগুলি নবম–দশম শ্রেণির পড়ুয়াদের দেওয়া হবে, সেগুলি বেসরকারি প্রকাশনা সংস্থার বই। বাংলা ব্যাকরণ, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান বিষয়ক বই দেওয়া হবে পরীক্ষার্থীদের।