Taxi drivers gets ₹9000 crore: ছিল ১০৫ টাকা, ট্যাক্সিচালকের অ্যাকাউন্টে ঢুকল ৯০০০ কোটি! লোনও দিতে চাইল ব্যাঙ্ক

দিনভরের ব্যস্ততার পরে দুপুরের দিকে চোখ লেগে গিয়েছিল। ঘুম ভাঙতে ফোনে যে মেসেজ দেখেন, তা প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি ৯,০০০ কোটি টাকা ঢুকেছে। প্রথমে ভেবেছিলেন যে নিশ্চয়ই কেউ মজা করছে। অথবা প্রতারকদের ফাঁদ এটা। যদিও কিছুক্ষণ পরে ভুল ভাঙে। দেখেন যে সত্যি-সত্যি তাঁর ব্যাঙ্ক থেকেই সেই টাকা পাঠানো হয়েছে। যদিও ৩০ মিনিট পরই সেই টাকা ফিরিয়ে নেওয়া হয়। যে ২১,০০০ টাকা বন্ধুকে দিয়ে ফেলেছিলেন, সেটা বাদ দিয়ে বাকি টাকাটা ফিরিয়ে নেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এমনই ঘটনা ঘটল চেন্নাইয়ের এক ট্যাক্সিচালকের সঙ্গে। তাঁর দাবি, ব্যাঙ্কের এক আধিকারিক তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের হুমকি দেন। তবে শেষপর্যন্ত থানা-পুলিশ আর হয়নি। আলোচনার মাধ্যমে দু’পক্ষ বিষয়টি মিটিয়ে নিয়েছেন।

তামিলনাড়ুর ওই ট্যাক্সিচালক রাজকুমার জানিয়েছেন, দিনভর কাজের পর গত ৯ সেপ্টেম্বর দুপুরের দিকে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। দুপুর তিনটে নাগাদ তামিলনাডু মার্সেন্টাইল ব্যাঙ্ক থেকে তাঁর ফোনে একটি মেসেজ আসে। মেসেজটা খুলে দেখেন যে ব্যাঙ্কে টাকা জমা পড়েছে। প্রথমে খুব একটা পাত্তা দেননি। নির্ঘাত কেউ মজা করে সেই মেসেজ পাঠিয়েছে বা কোনও প্রতারণার চক্রের কাণ্ড ভেবে বিষয়টি উড়িয়ে দিচ্ছিলেন। 

তবে পুরোপুরি ওড়াতে পারেননি রাজকুমার। তাই নিজের ফোনের মেসেজ বক্সে গিয়ে খুঁটিয়ে দেখেন যে কোথা থেকে মেসেজ এসেছে। দেখতে পান যে তাঁর ব্যাঙ্ক থেকেই সেই টাকা পাঠানো হয়েছে। তাতেই তাঁর অ্যাকাউন্টের ব্যালেন্সে ১০৫ টাকা বেড়ে একলাফে বেড়ে দাঁড়ায় ৯,০০০ কোটি ১০৫ টাকা। ‘৯’-র পরে এতগুলি শূন্য ছিল যে আসলে কত টাকা দেখাচ্ছে, সেটা গুনতে পারছিলেন না বলে দাবি করেন রাজকুমার।

আরও পড়ুন: PPF Interest Hike: ৪২ মাস অপেক্ষার পর PPF-এ সুদের হার বাড়াচ্ছে কেন্দ্র? পুজোর মুখেই হাসি ফুটবে?

যদিও ৩০ মিনিটের মধ্যেই সেই ব্যালেন্স আবার পুরনো জায়গায় ফিরে আসে। কারণ ভুলবশত ব্যাঙ্ক যে টাকা দিয়েছিল ব্যাঙ্ক, তা ফিরিয়ে নেয়। পুরোটা অবশ্য ফেরত পায়নি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কারণ ২১,০০০ টাকা নিজের বন্ধুকে পাঠিয়ে দিয়েছিলেন বলে দাবি করেছেন রাজকুমার।

তাঁর দাবি, পরদিন সকালে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। জানানো হয় যে ভুলবশত তাঁর অ্যাকাউন্টে ৯,০০০ টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি যেন আপাতত আর টাকা না তোলেন, সেই আর্জি জানানো হয়। তবে তিনি বন্ধুকে যে ২১,০০০ টাকা পাঠিয়ে দিয়েছিলেন, তা ফিরিয়ে দেওয়ার জন্য ব্যাঙ্কের এক আধিকারিক তাঁকে হুমকি দেন বলে দাবি করেন রাজকুমার।

আরও পড়ুন: Ex-gratia relief in train accidents: ট্রেন দুর্ঘটনায় একলপ্তে ১০ গুণ বাড়ল ক্ষতিপূরণের অঙ্ক, কাদের কত টাকা দেবে রেল?

পরে বিষয়টি মিটমাট করে নেওয়া হয় বলে দাবি করেছেন ওই ট্যাক্সিচালক। তিনি জানান, আইনজীবীকে নিয়ে ব্যাঙ্কের শাখায় যান। সেখানেই জানানো হয় যে তাঁকে ২১,০০০ টাকা দিতে হবে না। সেইসঙ্গে ব্যাঙ্কের তরফে গাড়ির লোনের প্রস্তাবও দেওয়া হয় বলে দাবি করেছেন রাজকুমার।