Canada Removing some Diplomats: বাড়ি ফিরে আসুন, ভারতে থাকা কূটনীতিবিদদের অনুরোধ কানাডার, খলিস্তানি ইস্যুতে নয়া মোড়

অনিরুদ্ধ ভট্টাচার্য

এবার কানাডার খলিস্তানি ইস্যুতে নয়া মোড়। এর আগে খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় ভারতীয় এজেন্টের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী। তবে এবার খবর, কানাডা মিশন ইন ইন্ডিয়া প্রকল্প থেকে তাদের কিছু কূটনীতিবিদকে সরিয়ে নিচ্ছে ।

কানাডা গ্লোবাল অ্যাফেয়ার্সের এক মুখপাত্রকে উদ্ধৃত করে ন্যাশানাল পোস্ট জানিয়েছে, বর্তমানে টেনশন ক্রমশ বাড়ছে।সেক্ষেত্রে আমাদের কূটনীতিবিদদের সুরক্ষার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। বিভিন্ন সোস্যাল মিডিয়ায় তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ভারতে তাঁদের কত স্টাফ রয়েছে তা নিয়ে খতিয়ে দেখছে।

ওই মুখপাত্র জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ভারতে আমাদের স্টাফেদের সংখ্যায় কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। সেই সঙ্গেই কানাডার পক্ষ থেকে ভারতের বিভিন্ন প্রান্তে নিযুক্ত ডিপ্লোম্যাটদের জন্য বাড়তি সুরক্ষার আবেদন করা হয়েছে। নিউ দিল্লি, মুম্বই, চন্ডীগড়, বেঙ্গালুরুতে এই কূটনীতিবিদদের জন্য যাতে বাড়তি সুরক্ষার ব্যবস্থা করা হয় সেটা বলা হয়েছে।

সেই সঙ্গেই ভিয়েনা কনভেনশনের কথা মনে করে দিয়েছেন তিনি। তাঁর মতে, আমাদের প্রত্যাশা ভারত আমাদের অনুমোদিত কূটনীতিবিদ ও কনস্যুলারদের প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করবে। তবে আমরা তাঁদের জন্য সবসময় রয়েছি।

এদিকে নিজ্জরের খুনের পেছনে দিল্লিকে দায়ী করে ইতিমধ্যে নানা কথা বলা হচ্ছে। এমনকী হিন্দু ভারতীয় বংশোদ্ভূতদের কানাডা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে এসএফজে। তবে এবার কূটনীতিবিদদের সুরক্ষার উপর বিশেষ নজর দিল কানাডা।

তবে ভারতও কানাডায় নিযুক্ত রাষ্ট্রদূত ও কূটনীতিবিদদের সুরক্ষার জন্য আবেদন করেছে। কানাডার অটোয়া, টরোন্টো, ভ্যাঙ্কুবারে যে হাই কমিশন রয়েছে সেখানে সুরক্ষা বৃদ্ধির অনুরোধ করা হয়েছে। কারণ খলিস্তানপন্থীরা ইন্ডিয়ান মিশন বন্ধ করার জন্য হুঁশিয়ারি দিয়েছিল। তবে কানাডা জানিয়েছে তাদের দেশ নিরাপদ। তবে ভারত সরকারের তরফে বলা হয়েছে, ভারত বিরোধী কার্যকলাপ বাড়ছে। রাজনৈতিক ঘৃণা ছড়ানো হচ্ছে। সেক্ষেত্রে সমস্ত ভারতীয় যারা কানাডায় গিয়েছেন তাদের সবরকমভাবে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।