IND Vs AUS 1st ODI: KL Rahul Talks About Partnership With Suryakumar Yadav And Importance Of Facing Challenging Situations

মোহালি: বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো সিনিয়র তারকাদের অনুপস্থিতিতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ান ডেতে পাঁচ উইকেটে জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, সূর্যকুমার যাদব এবং অধিনায়ক কেএল রাহুলের (KL Rahul) অর্ধশতরানে ভর করে জয় সুনিশ্চিত করে টিম ইন্ডিয়া।

দুই ওপেনার রুতুরাজ ও গিল ভারতের হয়ে শুরুটা খুবই ভাল করেন। তবে একসময় পরপর উইকেট হারিয়ে খানিকটা চাপেই পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেই অবস্থায় সূর্যকুমার যাদব ও রাহুলের ৮০ রানের পার্টনারশিপ ভারতের জয় সুনিশ্চিত করে। রাহুল দীর্ঘ সময় চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। এশিয়া কাপের সুপার ফোর পর্বে দলে ফেরেন তিনি। আসন্ন বিশ্বকাপে দলের মিডল অর্ডারের বড় ভরসা তিনি। সেই কারণেই খানিকটা চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হয়ে এবং তা সেই চ্যালেঞ্জে সফলভাবে উতরাতে পেরে বেশ খুশিই তিনি।

ম্যাচ শেষে এদিন ভারতীয় দলের অধিনায়ক রাহুল বলেন, ‘শুভমন সেট ছিল। ও আউট হওয়ার পরে জিনিসপত্র খানিকটা জটিল হয়ে যায়। তবে সেই সময়ই আমি ও সূর্য মিলে একটা ভাল পার্টনারশিপ গড়তে পেরেছি। এরকম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে খেলাটা আমার জন্য জরুরি। আমরা বুঝে শুনে ভাল শট খেলার পাশাপাশি স্ট্রাইক বদলানোর চেষ্টা করছিলাম। আমদের দলের সবাই এই দিকটায় উন্নতি করতে সচেষ্ট। একদিকে আটকে পড়লে তো আর হবে। আর ম্যাচে কোনওসময়ই আমরা পিছিয়ে পড়িনি, তাই শেষ অবধি ম্যাচটাকে নিয়ে যেতে চাইছিলাম।’

অধিনায়কত্ব করাটা যে তিনি বেশ উপভোগই করেন বলে জানান রাহুল। পাশাপাশি প্রচণ্ড গরমে বোলিং করাটা দলের খেলোয়াড়দের ফিটনেস ফিটনেস যাচাই করার পক্ষে বেশ ভালই ছিল বলে মনে করছেন তিনি। ‘বিকেলের দিকে আমরা প্রবল উদ্যম নিয়ে খেলছিলাম। কলম্বোর (বৃষ্টির) পর এটা তো আমাদের কাছে স্বর্গ বলেই মনে হচ্ছিল প্রথমে। তবে আজ অত্যন্ত গরম ছিল এবং বাতাসে আদ্রর্তাও ছিল। এই  পরিস্থিতিতে খেলাটা তো বেশ কঠিন বটেই। তবে আমরা সকলেই নিজের ফিটনেসের উপর প্রচুর খাটা খাটনি করেছি এবং সেটা মাঠেও স্পষ্ট ধরা পড়ছে।’ বলেন রাহুল। এরপর রবিবার ইনদওরে দুই দল দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ভারতীয় দলের ব়্যাম্বো! জাডেজার হেয়ারব্যান্ড দেখে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়