When The Dengue Panic Will End This Year, Know What Doctors Are Saying

ঝিলম করঞ্জাই, কলকাতা : রাজ্যে পরপর ডেঙ্গি ( Dengue ) আক্রান্তের মৃত্যুতে ক্রমেই বাড়ছে উদ্বেগ। কলকাতা পুরসভা ( KMC ) এলাকাই হোক বা জেলার বিভিন্ন পুর এলাকা, মৃত্যু রোখা যাচ্ছে না কিছুতেই। চরিত্র বদলে আরও ভয়ঙ্কর ডেঙ্গি! সময়ে রোগ নির্ণয়ের ক্ষেত্রে যা রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে চিকিৎসকদের। স্বাভাবিকভাবেই ডেঙ্গির দাপট নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে মানুষের প্রশ্ন, কবে যাবে ডেঙ্গি? বিশেষজ্ঞদের ধারণা, পুজো পেরিয়েও দাপট দেখাতে পারে ডেঙ্গি। 

বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বর পর্যন্ত থাকতে পারে ডেঙ্গির দাপট। শহরের থেকে বেশি শহরতলিতে ছড়াতে পারে ডেঙ্গি, এমনই আশঙ্কা করছেন পতঙ্গবিদরা। ব্লিচিং বা গ্যামাক্সিন ছড়িয়ে লাভ হবে না, দরকার জমা জলের ওপর স্প্রে, মত পতঙ্গবিদদের। 

অন্যদিকে, এই উদ্বেগের মাঝেই চলতি বছরে ডেঙ্গি সংক্রান্ত তথ্য রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি বলে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ওয়েবসাইটে। তথ্য বলছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গই এখনও পর্যন্ত কতজন ডেঙ্গি আক্রান্ত এবং ডেঙ্গিতে কতজনের মৃত্যু হয়েছে, সেই সংক্রান্ত কোনও পরিসংখ্যান দেয়নি। একইসঙ্গে উল্লেখ, এর আগে ২০২০, ’২১ এবং ’২২ সালে রাজ্য সরকার ডেঙ্গি সংক্রান্ত তথ্য কেন্দ্রকে পাঠালেও, ২০১৮ এবং ’১৯ সালেও কোনও তথ্য দেয়নি।  

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গি যেভাবে বহুরূপীর মতো রং বদলাচ্ছে, তাতে রোগ নির্ণয় করে, ঠিক সময়ে চিকিৎসা শুরু করাটাই রীতিমতো চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসক সুমন পোদ্দার জানাচ্ছেন, ‘ডেঙ্গি মানেই যে গাঁটে গাঁটে ব্যথা, ব্রেক বোন ফিভার বলতাম যাকে। এবার ব্যথা নেই দেখা যাচ্ছে। একটা বাচ্চা সর্দি কাশি নিয়ে আসছে। আমরা ধরে নিতাম ডেঙ্গি নয় ফ্লু। এবার পরে পরীক্ষা করে দেখা যাচ্ছে ডেঙ্গি’ 

শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জয়দেব রায় জানাচ্ছেন, ‘বাড়িতে থেকে সময় নষ্ট করবেন না। জ্বর হলেই ডেঙ্গি পরীক্ষা করতে হবে। সিচুয়েশন হাতের বাইরে চলে গেলে আর কিছু করার থাকবে না।’ 

এই পরিস্থিতিতে জেলাশাসকদের আরও সতর্কভাবে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য় সরকার।  বলা হয়েছে, আরও বেশি করে বাড়ি বাড়ি যেতে হবে প্রয়োজনে জেলাশাসকদের রাস্তায় নামতে হবে। স্বাস্থ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব, এমনই নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর ।  

আরও পড়ুন : 

‘আমার স্ত্রীকে খুন করেছে’, চিকিৎসা নিয়ে বিস্ফোরক অভিযোগ পায়েলের স্বামীর

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator