নির্বাচনের ফল বলছে দিলীপ ঘোষই সেরা, দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন রাজু

দিকে দিকে বিক্ষোভের মধ্যেই দলীয় নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। রবিবার সংবাদামধ্যমের সামনে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় তাঁকে। দলের বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘হাওয়ায় এক – দু’বার ভোটে জেতা যায়। বারবার যায় না।’

এদিন রাজু বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘কর্মীদের ভিতরে ক্ষোভ বিক্ষোভ আছে। কখনও বাঁকুড়া, কখনও নদিয়া, কখনও শিলিগুড়ি, কখনও কোচবিহারে কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। লোকসভা নির্বাচন আসছে, আর সেখানে অমিত শাহজি ৩৫টা আসনের স্বপ্ন দেখছেন। সেটাকে যদি সফল করতে হয় তাহলে সবাইকে নিয়ে কাজ করতে হবে। আর এরকম বারবার যদি দলের অশান্তি বাইরে চলে আসে যেটা দলের পক্ষে খুব ক্ষতিকারক। যারা দলের দায়িত্বে আছেন তারা খুব দ্রুত এগুলো মিটিয়ে ফেলবেন। নইলে দলই ক্ষতিগ্রস্ত হবে’।

রাজুবাবুর মতে, ‘রাজনৈতিক দলের পরীক্ষা হচ্ছে নির্বাচন। দিলীপ ঘোষকে সফল বলছেন কেন? পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা নির্বাচন হোক বা কর্মীসংখ্যা বৃদ্ধি নিরিখে, নানা কর্মসূচি, মিটিং, মিছিল নিয়ে মানুষের মনে একটা জায়গা করেছিলেন। ভোটের ফল বলে দেয় দল ঠিক চলছে না ভুল চলছে। সংগঠন ঠিকঠাক করতে হবে। শুধু হাওয়ায় ভোটে জিতবেন এটা একবার – দু’বার হয়। যারা নেতৃত্বে রয়েছে তাদের ভাবা উচিত আমরা কী ভাবে ৩৫টা আসন পাব। সংগঠনকে সেই জায়গায় নিয়ে যেতে হবে’।

বলে রাখি, বিজেপির তরফে বাঁকুড়া জেলার পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন রাজু বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই গত ১ মাসে ২ বার স্থানীয় সাংসদ ও জেলা সভাপতিকে ঘেরাও করে বিক্ষোভ দেখান দলেরই একাংশ।