বদলেছে বাংলা! বোঝাতে কতটা সফল মুখ্যমন্ত্রীর স্পেন-দুবাই সফর?

চিরঞ্জীব পাল

স্পেন-দুবাইয়ের সফর সেরে শনিবার কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তাঁর এই বিদেশ সফর কতটা সফল হয়েছে তা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই। তাঁর কথায়, ‘এত সাকসেসফুল প্রোগ্রাম আমি কম দেখেছি। ’ 

বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা বাংলার জন্য বেশ অনেকটা কাজ করতে পেরেছি। আমাদের সঙ্গে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ও ইস্ট বেঙ্গল থেকে তারাও ছিলেন। এবং আপনারা জানেন, বড় বড় চুক্তিও হয়েছে। BGBS-এ আসার জন্য মাদ্রিদ, বার্সেলোনা ও দুবাইতে আমাদের খুব ভালো মিটিং হয়েছে। FICCI ও ICC মিটিংগুলো অর্গানাইজ করেছিল। এত সাকসেসফুল প্রোগ্রাম আমি খুব কম দেখেছি। প্রবাসী ভারতীয়রাও খুব খুশি।’ 

মাদ্রিদে একটি শিল্প বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করছেন, তিনি বিনিয়োগ করছেন রাজ্যে। শালবনিতে একটি ইস্পাত কারখানাতে তিনি বিনিয়োগ করবেন।  তাঁর এই ঘোষণা শুনে নেট নাগরিকরা প্রশ্ন তুলেছিলেন, সৌরভের শিল্প ঘোষণা কেন স্পেনে গিয়ে করতে হবে কেন?   

গত বছরে ১০-১২ বছরে বদলে গিয়েছে পশ্চিমবঙ্গ। বদলে গিয়েছে শিল্পের পরিবেশ। পশ্চিমবঙ্গে কথায় কথায় ধর্মঘট নেই, বনধ নেই, ইউনিয়নের দাপাদাপি নেই ।  রাজ্যে শিল্প সম্ভবনা বলতে যে প্রশ্নগুলি ওঠে আসত, সেগুলি প্রায় সব ‘অবলুপ্ত’ হয়েছে। তা বোঝাতে গিয়েই সৌরভকে দিয়েই শিল্প স্থাপনের ঘোষণা করাতে হল। সৌরভ নিজেও তাঁর বক্তব্যে সেই কথা বলেছেন। আহ্বান জানিয়েছেন, শিল্পস্থাপণের। 

শুধু সৌরভ নন বার্সেলনা শিল্প সম্মেলনে শিল্পবান্ধব পরিবেশ এবং শিল্পবন্ধু সরকারের কথা তুলে ধরেন শিল্পপতি হর্ষ নেওটিয়া, তরুণ ঝুনঝুনওয়ালা, কমল মিত্তাল, উমেশ চৌধুরীরা।  

মুখ্যমন্ত্রীর স্পেন সফরের মাঝেই পিসি মিত্তল গোষ্ঠী রাজ্যে ২৫০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে। শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়িতে শিল্প গোষ্ঠীর তরফে এই বিনিয়োগ করা হবে।

বার্সেলনা শিল্প সম্মেলনে মুখ্যসচিব বলেন, ‘সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে ভারতের মধ্যে অন্যতম সেরা রাজ্য পশ্চিমবঙ্গ। সেই রাজ্য গত ১০-১২ বছরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলায় শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। তাই বাংলায় ২১-২৩ নভেম্বর কলকাতায় শিল্প সম্মেলনে আপনাদের উপস্থিত হওয়ার অনুরোধ জানাচ্ছি।’

অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই সফরের লক্ষ্য হল নভেম্বরের বাণিজ্য সম্মেলনের জন্য সলতে পাকানো। তা কতটা সফল হল তা সময় বলবে।  

এই সফরে অন্য একটি রাজনৈতিক বার্তা দিয়ে ফেলল শাসকদল। বিরোধীরা প্রায়শই অভিযোগ করেন, রাজ্য আটকে রয়েছে ‘চপ শিল্পে’র মধ্যে। পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর সেভাবে বিনিয়োগ আসেনি রাজ্যে। শাসকদলের অভিযোগ, তার কারণ, যে বাম জমানার তৈরি করা রাজ্যের ‘শিল্প বিরোধী’ ছবি।  ১০-১২ বছরের পরেও সেই ‘কালো দাগ’ নিয়ে ঘুরতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে। সে কারণে বিদেশি বিনিয়োগ টানতে বিদেশে রাজ্যের শিল্পপতিদের নিয়ে গিয়ে বোঝাতে হচ্ছে, বাংলা বদলে গিয়েছে। সৌরভের মতো এক অন্তর্জাতিক মুখ বলেছেন, তিনিও বিনিয়োগ করছেন রাজ্য।

ক্রীড়া সংস্থার সঙ্গে চুক্তি ছাড়া এই সফরের বড় সাফল্য হল দুবাইয়ের বহুজাতিক সংস্থা লুলু গোষ্ঠী রাজ্য বিনিয়োগের আশ্বাস। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লুলু গোষ্ঠী নিউটাইনে একটি বিশ্বমানের মল তৈরি করবে। পাশাপাশি বিশ্ব বাংলা পণ্যকে ওই সংস্থার মলে রাখা যায় কিনা তা নিয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া সংস্থাটি মৎসপ্রক্রিয়াকরণ, পোলট্রি, দুধ ও মাংস প্রক্রিয়াকরণে বিনিয়োগ করবে। সেই অর্থে এগুলি ভারী শিল্প নয়। তবে বিনিয়োগ তো বটেই। কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হবে। স্পেন-দুবাই সফরের ‘সাফল্য’-এর কতটা বাণিজ্য সম্মেলনে পড়ে সেটাই দেখার। কারণ ঘুরলেই লোকসভা নির্বাচন।