৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্তির আল্টিমেটাম মির্জা ফখরুলের

৪৮ ঘণ্টার মধ্যে অসুস্থ খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি তাকে দ্রুত বিদেশে পাঠনোর আল্টিমেটাম দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। এত অসুস্থ যে, এখন তার চিকিৎসকরা বলেছেন যে, অবিলম্বে যদি তার চিকিৎসা না করা হয় বিদেশে… বাংলাদেশে তার সেই চিকিৎসা সম্ভব নয়। তা না হলে তাকে বাঁচানো দুষ্কর হয়ে যাবে। আমি যখন ডাক্তাদের সঙ্গে কথা বলতে গেছি, তখন তারা বলেছেন, আপনাদের যদি কিছু করার থাকে, তাহলে করেন উনার শারীরিক অবস্থা ভালো নয়।’

রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বিএনপির সমাবেশে মহাসচিব সরকারের কাছে এই সময়সীমা বেঁধে দেন।

ফখরুল বলেন, ‘আজকে পরিষ্কার করে বলতে চাই, ‘বেগম খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।’ অন্যথায় ম্যাডামের কিছু হলে তার সব দায়-দায়িত্ব আপনাদের (সরকারকে) নিতে হবে’, বলে হুঁশিয়ারিও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে এই কথাটা স্পষ্ট করে বলতে চাই, এই অবৈধ ক্ষমতা দখলকারী সরকারকে বলতে চাই— বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে চিকিৎসার জন্য বিদেশে উন্নত হাসপাতালে প্রেরণ করুন। এই ক্ষেত্রে যদি কোনও ক্ষতি হয়, তাতে নেত্রীর ক্ষতি হবে না, তার পরিবারের ক্ষতি হবে না, এই বাংলাদেশের বড় ক্ষতি হবে।’

‘‘শুধু বাংলাদেশ নয়, এই এশিয়া উপমহাদেশে যে কজন নেতা-নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, তাদের কয়েকজনের মধ্যে আমাদের নেত্রী আছেন। কয়েকদিন আগে আমাদের অফিসে জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স এসেছিলেন। তিনি বললেন, ‘ম্যাডামে কেমন আছেন। আমরা তার স্বাস্থ্য নিয়ে খুব উদ্বিগ্ন। আমরা তাকে অন্যভাবে দেখি।’ এই হচ্ছে পাশ্চাতের ধারণা।’’

বিদেশে যেতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে, আইনমন্ত্রী আনিসুল হকের এ রকম বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এসব ছলচাতুরি করে কোনও লাভ নেই। পরিবার থেকে চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে তার মুক্তির কথা বলা হয়েছিল। একইসঙ্গে তাকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল।’

ফখরুল বলেন,  ‘আপনারা এখন বেমালুম চেপে গিয়ে মিথ্যা কথা বলছেন। আমি বলবো, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। গণতন্ত্রের মাতাকে মুক্তি দিয়ে এখন প্রমাণ করে যে, আপনারা গণতন্ত্রে কিছুটা হলেও বিশ্বাস করেন।’

উল্লেখ্য, ৭৮ বছর বয়সী খালেদা জিয়া লিভার, ফুসফুস ও হৃদরোগ ভুগছেন। গত ৯ আগস্ট অসুস্থ অবস্থায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিক্যাল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন:

খালেদা জিয়াকে বিদেশে নিতে আদালতের অনুমতি লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভালো নেই খালেদা জিয়া, বিদেশে নেওয়ার অনুমতির সম্ভাবনা ক্ষীণ

খালেদা জিয়াকে বিদেশে নিতে আবারও চিঠি দেবে পরিবার