ডেঙ্গি পরিস্থিতি ভগবানের হাতে ছেড়ে দিয়েছেন মমতা: শুভেন্দু

রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি ভগবানের হাতে ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মেলা, খেলা, নাচ, গান নিয়ে ব্যস্ত। ওদিকে যাদের কাছে টাকা নেই তারা মরছে।

এদিন শুভেন্দুবাবু বলেন, মুখ্যমন্ত্রী যখন বিদেশে বেড়াতে গিয়েছিলেন। তখন ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসাবে স্বরাষ্ট্রসচিবকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। আমি ২টো বিষয় নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। উনি তার আগে নবান্ন ছেড়ে পালিয়েছিলেন। তার মধ্যে একটা হল ডেঙ্গির মহামারি। শতাধিক মানুষ মারা গিয়েছে। কয়েক লক্ষ মানুষ আক্রান্ত। সব চেয়ে খারাপ অবস্থা কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মালদার। সরকার ঘুমাচ্ছে, সরকার লোকসভা ভোটে কী করে আবার জেতা যায়, বিরোধীদের ভাঙা যায়, বিরোধীদের জব্দ করা যায়, আসানসোলে আবার বেআইনি কয়লা চালু করা যায় এই সব কাজে ব্যস্ত। মুখ্যমন্ত্রী খেলা, মেলা, নাচ, গান এই সব করে বেড়াচ্ছেন। এই রাজ্যের সাড়ে ১২ বছরের পুলিশমন্ত্রী যেমন ব্যর্থ তেমন স্বাস্থ্যমন্ত্রীও ব্যর্থ’। 

শুভেন্দুবাবুর অভিযোগ, ‘বিরোধী দলনেতা হিসাবে আমি কিছু পরামর্শ সরকারকে দিতে চেয়েছিলাম। বলার সুযোগ নেই, শোনার সুযোগ নেই। ভগবানের ওপর ছেড়ে দিয়েছে। মানুষ কষ্ট পাচ্ছে। যাদের পয়সা আছে তারা সুস্থ হয়ে ফিরছেন। আর যাদের পয়সা নেই তারা চোখের সামনে ছোট ছোট বাচ্চাকে, বয়স্ক মানুষকে মারা যেতে দেখছেন’।

বলে রাখি, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠেছে। শনিবার ১ দিনেই রাজ্যে ৬ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর অভিযোগ করেছে, ডেঙ্গি সংক্রান্ত কোনও তথ্য কেন্দ্রকে দিচ্ছে তা তারা। ফলে প্রয়োজনীয় সহায়তাও করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে তারা।