Disney: টিভি এবং স্ট্রিমিং ব্যবসা বেচবে ডিজনি ইন্ডিয়া, আম্বানিদের সঙ্গে কথা

ওয়াল্ট ডিজনি ভারতে তাদের স্টিমিং এবং টেলিভিশন ব্যবসার জন্য ক্রেতা খুঁজতে শুরু করছে। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডিস্ট্রিজের সঙ্গে প্রাথমিক ভাবে তাদের কথা হয়েছে।

এ নিয়ে ওয়াকিবহাল ব্যক্তিরা বলছেন, প্রাথমিক ভাবে দুটি বিকল্প নিয়ে আলোচনার টেবিলে বসছে আমেরিকার অন্যতম বৃহৎ এই বিনোদন সংস্থাটি। প্রথম বিকল্প হল ভারতে তাদের ব্যবসার পুরোটি বেচে দেওয়া। দ্বিতীয় বিকল্প হিসাবে সংস্থার কিছু অংশ ছেড়ে দেওয়া বা সংস্থাকে পুরোপুরি বেচে দেওয়া। টিভি এবং আঞ্চলিক স্ট্রিমিংর পাপাশি স্পোর্টস রাইটস ও ছেড়ে দেবে সংস্থাটি। 

ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, আইপিএল-এর স্ট্রিমিং স্বত্ব ভায়াকম মিডিয়ার হাতে চলে যাওয়ার পরই সংস্থাটি ভারতে তাদের ব্যবসা বেচে দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করে। এ নিয়ে তারা কথা বলার জন্য রিলায়েন্সের সঙ্গে যোগাযোগ করে। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে ডিজনি ভারতে তাদের ব্যবসা পুরোপুরি বেচবে না। 

(পড়তে পারেন। আরও গরিব হয়ে গেল পাকিস্তান! ফাঁস করল বিশ্বব্যাঙ্ক, নুন আনতে পান্তা ফুরোচ্ছে)

(পড়তে পারেন। ছিল ১০৫ টাকা, ট্যাক্সিচালকের অ্যাকাউন্টে ঢুকল ৯০০০ কোটি! লোনও দিতে চাইল ব্যাঙ্ক)

আইপিএলে স্ট্রিমং স্বত্ব হারানোর পর ক্ষতির সন্মুখীন হয়। একলাখে  গ্রাহকের সংখ্যা অনেকটা কমে যায়। তবে ক্রিকেটে সম্প্রসারের ব্যবসা থেকে তার সরে যায়নি। ২০২৭ পর্যন্ত বেশ কিছু খেলার টিভি স্বত্ব তাদের হাতে রয়েছে। 

গত বছর ইন্টারন্যাশানল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরষের ম্যাচগুলি দেখানোর জন্য ডিজিটাল রাইটস পেয়েছে ডিজনি+হটস্টার।

অন্যদিকে রিলায়েন্সের স্ট্রিমিং পরিষেবা জিও সিনেমা ৩.২ কোটি দর্শক। বিনামূল্য আইপিএল ফাইনাল দেখিয়েছে প্লাটফর্মটি।