একই আবেদন বারবার, পার্থ চট্টোপাধ্যায়কে জরিমানা করল আদালত

শনির দশা যেন কাটতেই চাইছে না তৃণমূলের একদা সেকেন্ড ইন কম্যান্ড পার্থ চট্টোপাধ্যায়ের। প্রায় দেড় বছরের কারাবাসে জেলের ভাত হজম করা অভ্যাস করে ফেলেছেন তিনি। তার পরও মিলছে না জামিন। উলটে বুধবার তাঁকে ১০০০ টাকা জরিমানা করে দিল আদালত। একই আবেদন বারবার করে আদালতের সময় নষ্ট করাতেই এই জরিমানা বলে মনে করা হচ্ছে।

এদিন গ্রুপ সি মামলায় পার্থসহ পেশ করা হয় সুবীরেশ, জীবনকৃষ্ণ, এসপি সিনহার মতো কেষ্টবিষ্টুদের। আদালতে ফের জামিনের আবেদন করেন পার্থর আইনজীবী। কিন্তু কাজের কাজ হয়নি। পত্রপাঠ জামিনের আবেদন খারিজ করে দেন সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। এর পর গ্রুপ সি মামলার সরকারি নথি চেয়ে আদালতে আবেদন করেন পার্থর আইনজীবী। এই আবেদনের প্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারক।

বিচারক অর্পণ চট্টোপাধ্যায় বলেন, একই আবেদন বারবার করছেন কেন? কয়েকদিন আগেও আপনাদের এই আবেদন খারিজ হয়েছে। তার পর আবার একই আবেদন করার কারণ কী? আপনারা অহেতুক আদালতের সময় নষ্ট করছেন। একথা জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে ১০০০ টাকা জরিমানা করেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়।