Asian Games 2023 Updates: Sangita Scores Hat-trick As Indian Womens Hockey Team Beats Singapore 13-0

হাংঝৌ: এশিয়ান গেমসে পুরুষদের হকি দল বিশাল জয় ছিনিয়ে নিয়েছিল সিঙ্গাপুরের বিরুদ্ধে। এবার মেয়েদের দলও দুর্দান্ত জয় ছিনিয়ে নিল।ভারতীয় মহিলা হকি দল ১৩-০ গোলে হারিয়ে দিল সিঙ্গাপুরকে।  খেলার ৬ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল পায়নি ভারত। বন্দনা ও উদিতার সম্মিলিত প্রয়াসে গোল পেয়ে যায় ভারত। ঠিক ২ মিনিটের মাথায় ফের গোল পেয়ে যায় ভারত। এবার সুশীলা গোল করেন ভারতের হয়ে। খেলার ১১ মিনিটের মাথায় ফের গোল পায় ভারত। দীপিকা গোল করেন ভারতের হয়ে। ১৪ ও ১৫ মিনিটের মাথায় গোল করেন নভনীত। ১৭ মিনিটের মাথায় গ্রেস এক্কা গোল করেন ভারতের হয়। এটি ছিল ভারতের ৬ নম্বর গোল। ১৯ মিনিটের মাথায় সোনিকার স্টিক থেকে আসে সপ্তম গোলটি। এরপর ২৩, ৪৭ ও ৫৩ মিনিটের মাথায় গোল করে হ্যাটট্রিক করেন সঙ্গীতা। এছাড়া মনিকা, বন্দনা ও সেলিমাও গোল করেন ম্যাচে। 

এশিয়ান গেমসে শ্যুটিংয়ে ভারতের সোনার দৌড় অব্যাহত। ৫০ মিটার থ্রি পোজিশনস রাইফেলে মহিলাদের ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন ভারতের সিফট কৌর সামরা । শুধু তাই নয়, বিশ্বরেকর্ডও গড়লেন ভারতীয় শ্যুটার।

 

ফাইনালে ১০.৩ পয়েন্ট নিয়ে শুরু করেছিলেন সিফট। অন্যদিকে আষি ১০.৪ পয়েন্ট নিয়ে শুরু করেছিলেন। প্রথম সিরিজের শেষে সিফটের মোট পয়েন্ট ছিল ৩৬৫। আষি ৩৬২.২ পয়েন্ট অর্জন করেন। তাঁর শেষ শটে ৯ পয়েন্ট পান। সেখানেই সোনার দৌড় থেকে কার্যত ছিটকে যান আষি। ৩৬০.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিলেন ঝাং। শেষ শটে ৯.৯ পয়েন্ট নিয়ে শেষ করেন ঝাং।

 

 

৪৬৯.৬ পয়েন্ট নিয়ে বিশ্বরেকর্ড করেন সিফট। শেষ শটে অবিশ্বাস্য ১০.২ পয়েন্ট নেন তিনি। এর আগে বিশ্বরেকর্ড ছিল সেওনেড ম্যাকিনটোশের দখলে। চলতি বছর আজ়েরবাইজানের বাকুতে ৪৬৭ পয়েন্ট অর্জন করেছিলেন গ্রেট ব্রিটেনের শ্যুটার।

এশিয়ান গেমস শ্যুটিংয়ে বুধবার দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন ভারতের ত্রয়ী – মানু ভাকের (Manu Bhaker), এষা সিংহ (Esha Singh) ও রিদম সাংওয়ান (Rhythm Sangwan)। মহিলাদের ২৫ মিটার পিস্তলে দলগত বিভাগে সোনা জিতলেন তাঁরা। ফাইনালে ১৭৫৯ পয়েন্ট অর্জন করেন তাঁরা। ১৭৫৬ পয়েন্ট নিয়ে রুপো জিতেছে এবারের এশিয়ান গেমসের আয়োজক দেশ চিন। ১৭৪২ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ কোরিয়ার।