পাহাড়ের স্কুলে নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ করে CBI কে চিঠি BJP সাংসদের

স্কুলগুলিতে নিয়োগ দুর্নীতিতে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। এবার দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে স্কুলে নিয়োগে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। অভিযোগ, স্কুলে নিয়োগের নামে আবেদনকারীদের সঙ্গে টাকা তোলা হয়েছিল। এই অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ। এই দাবিতে তিনি সিবিআইয়ের অধিকর্তা প্রবীণ সুদের কাছে চিঠি দিয়েছেন। একই সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ। 

আরও পড়ুন: কলকাতার নির্দেশে পাহাড় চলবে সে সব দিন এখন অতীত, বললেন রাজু বিস্ত

জানা গিয়েছে, মঙ্গলবার রাজ্যপাল এবং সিবিআই অধিকর্তার কাছে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ। তবে শুধু বিজেপি সাংসদই নয়, কিছুদিন আগেই এই স্কুলগুলিতে দুর্নীতির অভিযোগ তুলেছিল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। এই দুর্নীতির অভিযোগ উঠেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) বিরুদ্ধে । এর পাশাপাশি এক পরীক্ষার্থী জিটিএ’র তৎকালীন কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন। যদিও জিটিএ প্রধান অনীত থাপা প্রয়োজনে আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। 

কী বলেছেন রাজু বিস্তা?

সাংসদের অভিযোগ, প্রচুর টাকার দুর্নীতি হয়েছে। বহু প্রার্থীর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এ বিষয়ে তিনি রাজ্যপালকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে সিবিআই কর্তাকেও তদন্তের আর্জি জানিয়েছেন। যদিও গত কয়েকদিন ধরে এই অভিযোগে উত্তপ্ত হয়ে উঠছিল পাহাড়। অনীত থাপার দাবি, পাহাড়ের শান্ত পরিবেশকে নষ্ট করার চক্রান্ত করা হচ্ছে। এ বিষয়ে আদালতের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন অনীত থাপা।

প্রসঙ্গত, পাহাড়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে। ওই সময় পরীক্ষা দিয়েছিলেন ১৪,৫০০ জন প্রার্থী। ৩২ টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। পরীক্ষা ফি বাবদ আবেদনকারীদের কাছে থেকে ২৭০ টাকা করে নেওয়া হয়েছিল বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে। তারপরে কর্মসূত্রে ভিন্ন রাজ্যে থাকা যুবকরা পাহাড়ে এসে সেই মতো পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন পরীক্ষা হওয়ার পরেও সেই নিয়োগ প্রক্রিয়া এখনও পুরোপুরিভাবে সম্পন্ন হয়নি। সেই ক্ষেত্রে হামরো পার্টির অজয় এডওয়ার্ডের অভিযোগ ছিল, বিধানসভা ভোটের জন্য টাকা তুলতে পরীক্ষা নেওয়া হয়েছিল। অবশ্য এ বিষয়ে প্রথম অভিযোগ তুলেছিলেন তৎকালীন মোর্চার নেতা বিনয় তামাং। সেই সময় দলের সম্পাদক ছিলেন অনীত থাপা। পরীক্ষা নিয়ে প্রশ্ন তোলেন বিনয়। এবার লোকসভা ভোটের আগে এ নিয়ে সরব হচ্ছেন বিরোধীরা।