‘সাইনবোর্ড ইংরেজিতে লেখা কেন?’ আধিকারিকদের ওপর বেজায় চটে গেলেন নীতীশ কুমার

হিন্দি ভাষার পক্ষে প্রায়ই সরব হতে দেখা যায় বিজেপিকে। জোর করে হিন্দি ভাষাকে বিজেপি মাতৃভাষা করার চেষ্টা করছে বলে প্রায়ই অভিযোগ তোলে বিরোধীরা। এবার হিন্দি ভাষার পক্ষে সওয়াল করলেন ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম মুখ তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। একটি ডিজিটাল লাইব্রেরির সাইনবোর্ড ইংরেজিতে লেখা দেখে বেজায় ক্ষুব্ধ বিহারের মুখ্যমন্ত্রী। এ নিয়ে আধিকারিকদের তিরস্কার করার পাশাপাশি তিনি দ্রুত সাইনবোর্ড পালটে হিন্দিতে লেখার নির্দেশ দেন।

আরও পড়ুন:সবসময় তৈরি আছি- নির্বাচন এগিয়ে আনার জল্পনার মাঝে শাহকে বার্তা নীতীশের

বুধবার বিহারের বাঁকা জেলায় ওই ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করতে গিয়েছিলেন নীতীশ কুমার। সেখানে গিয়ে তিনি দেখেন ওই লাইব্রেরির সাইনবোর্ড ইংরেজিতে লেখা রয়েছে। তা দেখেই রীতিমতো ক্ষুব্ধ হন বিহারের মুখ্যমন্ত্রী। আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা হিন্দি ভাষার গুরুত্ব শেষ করছেন। এটা আমাদের ভাষা।’ এরপরে তিনি সেখানে উপস্থিত আধিকারিকদের সাইন বোর্ডের ভাষা পরিবর্তন করার নির্দেশ দেন। তিনি আরও জানান, যে ইংরেজিতে তাঁর কোনও সমস্যা নেই। তবে হিন্দি এদেশের ঐতিহ্যের একটি অংশ।

প্রসঙ্গত, ইংরেজি ব্যবহারের বিরুদ্ধে একাধিবার সরব হয়েছেন। গত মার্চ মাসে, বিহারের মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এক কৃষক ইংরেজিতে কথা বলেছিলেন। তাতে বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন জেডিইউ নেতা। নীতীশ কুমার কৃষককে প্রশ্ন করেছিলেন, ‘এটা কি ইংল্যান্ড?’ কৃষককে তিনি বলেছিলেন, ‘আপনি ইংরেজি বলতে শুরু করেছেন। এটা ভারত। আর এটা বিহার। করোনার সময়ে মোবাইল দেখতে দেখতে সবাই নিজের ভাষাই ভুলে যাচ্ছেন। দেখুন, মানুষের কী হয়েছে। যখন লোকেরা স্মার্টফোন ব্যবহার করার পরে কিছু শব্দ শেখে। আপনি কৃষকদের সঙ্গে যখন কথা বলছেন তখন আপনার ভাষায় কথা বলা উচিত।’ নীতীশ কুমার মনে করিয়ে দেন, তিনি নিজে ইঞ্জিনিয়ার এবং তাঁর শিক্ষার মাধ্যম ছিল ইংরেজি। কিন্তু দৈনন্দিন জীবনে ইংরেজি মোটেও পছন্দ করেন না নীতীশ। এদিনও সেটাই দেখা গেল।।

এছাড়াও, বিহারের মুখ্যমন্ত্রী এদিন বিভিন্ন সরকারি অফিসে আচমকা পরিদর্শন করেছিলেন। এদিন বিজেপির সুরেই বিহারের মুখ্যমন্ত্রী ইংরেজি ভাষায় সাইনবোর্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করায় জল্পনা শুরু হয়েছে। রাজনীতিতে এনিয়ে তুঙ্গে চলছে আলোচনা।