Saket Gokhale on Urban Naxal: কারা ‘শহুরে নকশাল’? জানতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি সাকেত গোখলের

সম্প্রতি মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এক দলীয় সভায় কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে ‘শহুরে নকশাল’ (আরবান নকশাল) প্রসঙ্গ তুলেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু এই ‘শহুরে নকশাল’ কারা? কী ভাবে তাঁদের চিহ্নিত করা যাবে? এই সংক্রান্ত একগুচ্ছ প্রশ্ন করে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক দফতরের কাছে চিঠি দিলেন তৃণমূল সাংসদ । তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এই নিয়ে চিঠি দিয়েছেন।

সোমবার ভোপালের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসকে পরিচালনা করছে ‘শহুরে নকশাল’রা। সাকেত চিঠিতে লিখেছেন, এই ‘শহুরে নকশাল’ কারা? তাদের কী করে চিহ্নিত করা যায়? এক্স হ্যান্ডেলে নিজেই এই চিঠির কথা জানিয়েছেন সাকেত।

তিনি লিখেছেন, ‘ভোপালে প্রধানমন্ত্রী দাবি করেছে কংগ্রেস দল ‘শহুরে নকশাল’রা পরিচালনা করছে। কংগ্রেস ছাড়াও প্রায়শই বিভিন্ন অনুষ্ঠানে তিনি সাংবাদিক, এনজিওদের ক্ষেত্রেও এই শব্দটি ব্যবহার করেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিবকে (অভ্যন্তরীণ বিষয়ক) ‘শহুরে নকশাল’ কারা তার বিবরণ দিতে বলেছি। আমি জানতে চেয়েছি ভারত সরকার কী ভাবে এই গোষ্ঠীটিকে চিহ্নিত করে তার বিবরণ দিতে বলেছি। এছাড়া ‘শহুরে নকশাল’দের নিয়ন্ত্রণে সরকার গৃহিত পদ্ধতিগুলি কী তা জানতে চেয়েছি।’

(পড়তে পারেন। মমতা–অভিষেকের নয়া হোয়াটসঅ্যাপ চ্যানেল, এখন থেকে এখানেই মিলবে বার্তা)

(পড়তে পারেন। সর্বভারতীয় পরীক্ষায় ফের বাংলার জয়জয়কার, টুইট করে অভিনন্দন মুখ্যমন্ত্রীর)

তিনি কয়েক বছর আগে ‘টুকরে টুকরে গ্যাং’ সম্পর্কও প্রশ্ন করেছিলেন। যে শব্দটি আগে প্রধানমন্ত্রী প্রায়শই ব্যবহার করতেন। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে তাঁকে জানানো হয় এই ধরনের কোন কিছুর অস্তিত্ব নেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যা বলছেন তার গুরুত্বপূর্ণ এবং বাস্তব সম্মত হওয়া প্রয়োজন। তাই আমি মন্ত্রকের কাছে এ বিষয়ে জানতে চেয়েছি।’

তৃণমূল সাংসদ সাকেত গোখলে একজন আরটিআই কর্মী।  তৃণমূলে যোগ দেওয়ার আগে তিনি তথ্য অধিকার আইনকে ব্যবহার করে বিভিন্ন সত্য প্রকাশ্যে এনেছেন। অগস্ট মাসে তৃণমূলে যোগ দেন তিনি। বিজেপি বিরোধী মুখ হিসাবে সমাজমাধ্যমে তিনি বেশ জনপ্রিয়ও।