বায়োপিকে সম্মতি ছিল না প্রথমে! রাজি হয়েছেন এই কারণে, কলকাতায় অকপট কিংবদন্তি Muttiah Muralitharan says he was hesitant to do his Biopic

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শহর কলকাতায় ফের মুথাইয়া মুরলীধরন (Muttiah Muralitharan)। স্পিন জাদুকর একসময়ে প্রায়ই আসতেন কলকাতায়। তখন বাংলা ক্রিকেটের ভিশন টোয়েন্টি-টোয়েন্টির সঙ্গে যুক্ত ছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার। তবে দেখতে গেলে কোভিডের পর এই প্রথম শহরে মুরলী। 

আরও পড়ুন:  Roshibina Devi | Asian Games 2023: এশিয়াডের মঞ্চে রুপোর মেয়ে রোশিবিনার হাত ধরে উঠে এল বিধ্বস্ত মণিপুরের গল্প

এবার মুরলীর শহরে আসার কারণ একবারেই আলাদা। আগামী ৬ অক্টোবর মুক্তি পাচ্ছে মুরলীর বায়োপিক। তারই প্রচারে বিভিন্ন শহরে ঘুরছেন তিনি। এবার কলকাতায় এলেন ৮০০ টেস্ট উইকেটের মালিক। মুরলীর বায়োপিকের নামও দেওয়া হয়েছে ‘৮০০’। বৃহস্পতিবার ধর্মতলার এক হোটেলে মুরলী ছাড়াও ছিলেন তাঁর বন্ধু ও ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। এসেছিলেন পর্দার মুরলী মধুর মিত্তল ও ছবির পরিচালক এমএস শ্রীপথি। 

এদিন মুরলী বলেন,  ‘সত্যি বলতে আমি খুবই লাজুক প্রকৃতির মানুষ। বায়োপিক নিয়ে প্রথমে ইতস্তত ছিলাম। আমার সেভাবে সম্মতি ছিল না। সালটা ছিল ২০১৮। আমার বন্ধু ও পরিচালক ভেঙ্কট প্রভু আমাকে বায়োপিকের কথা বলেছিল। এরপর আমার ম্যানেজার আমাকে বলে যে, আমাকে নিয়ে বায়োপিক হলে আমার ফাউন্ডেশন অনেক উপকৃত হবে। তখন আমি খুশি খুশিই রাজি হয়ে যাই। তবে নির্মাতাদের একটাই কথা বলেছিলাম। কোনও মশালাদার ছবি বানানো যাবে না। একদম সত্যি কথাই দেখাতে হবে। বাড়তি কিছু যোগ করা যাবে না। তবে আপনাদের একটা কথা বলে রাখি। ইন্ডাস্ট্রির লোকজনের মুখে শুনলাম আগামী বছর নাকি সৌরভের বায়োপিক আসছে।’  হতে পারে মুরলী এসেছিলেন ছবির প্রচারে, তবে পাশে বন্ধু সৌরভকে পেয়ে ডুব দিলেন আড্ডাতেই। 

বলে রাখা ভালো, ছবিতে মুরলীর চরিত্রে অভিনয় করছেন ‘স্লামডগ মিলেনেয়ার’ সিনেমা খ্যাত মধুর। হিন্দি আর ইংরেজি ছাড়াও তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে মুরলীর বায়োপিক। এদিন মুরলী সাংবাদিক বৈঠকের আগে সকালে সল্টলেকের এক স্কুলের বাচ্চাদের সঙ্গে ক্রিকেটও খেলেন।

আরও পড়ুন:  Shah Rukh Khan: ‘বিরাট আমার…’! শাহরুখের মন্তব্যে ঝড় উঠল নেটপাড়ায়

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)