রাজনীতিতে উৎসাহ নেই, তবে যেখানে খুশি আমি যাব, কলকাতায় ফিরে বললেন সৌরভ

স্পেনে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তাঁর শিল্প প্রকল্প ঘোষণাকে নিয়ে যাবতীয় সমালোচনার মুখের ওপর জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি কোনও বিধায়ক, কাউন্সিলর, সাংসদ বা মন্ত্রী। আমি একজন ব্যক্তি। তাই আমি যেখানে খুশি যাব। এখানে কার কী বলার থাকতে পারে?’

এদিন সৌরভ বলেন, ‘আমি কোনও কাউন্সিলর, বিধায়ক, সাংসদ বা মন্ত্রী নই। আমি একজন ব্যক্তি মানুষ তাই আমি যেখানে খুশি যাব।’ তিনি যোগ করেন, ‘সারা পৃথিবীতেই লোকে লোকের সঙ্গে দেখা করে। তাদের ভাবনা বিনিময় করে। এটাই স্বাভাবিক। শুধুমাত্র এখানেই দেখি এটা নিয়ে এত কথা হয়।’

সৌরভ আরও বলেন, ‘আমি যে শিল্প প্রকল্পের কথা ঘোষণা করেছি তা ১৮ – ২০ মাসের মধ্যে হবে। সেখানে শিক্ষিত বেকাররা চাকরি পাবেন। আমার যেখানে ভালো মনে হয় যাব। এর সঙ্গে কোনও কিছুকে যোগ করা ঠিক নয়।’

স্পেনে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়ে শালবনিতে জিন্দালদের ফেলে যাওয়া জমিতে লৌহ-ইস্পাত শিল্প স্থাপনের কথা ঘোষণা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কেন স্পেনে গিয়ে তিনি শিল্প প্রকল্পের কথা ঘোষণা করলেন তা নিয়ে আলোচনা শুরু করেন অনেকে। একই সঙ্গে তাঁর মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়। তবে এদিন সৌরভ স্পষ্ট করেছেন, রাজনীতি যোগদানের কোনও পরিকল্পনা তাঁর নেই।