মালয়েশিয়াকে গোলের মালা ভারতের, এশিয়াডে পদক নিশ্চিত করেই অলিম্পিক্স টিকিট নিখাতের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি এশিয়াডে (Asian Games 2023) হকিতে অপ্রতিরোধ্য ভারতের মেয়েরা। ১৩-০ গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে চিন অভিযান শুরু করেছিল দেশের প্রমিলা বাহিনী। এবার দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকেও নাস্তানাবুদ করল টিম ইন্ডিয়া। শুক্রবার ভারত ৬-০ গোলে হারাল প্রতিপক্ষকে। একেবারে একপেশে খেলা হল এদিনও। বলতে গেলে সিঙ্গাপুরের বিরুদ্ধে ঠিক যেখানে শেষ করেছিল ভারত, ঠিক সেখান থেকেই মালয়েশিয়ার বিরুদ্ধে শুরু করল তারা। পুল ‘এ’-র ম্য়াচে প্রথম কোয়ার্টারেই চলে আসে চার গোল। মণিকা (৭ মিনিট) গোলের খাতা খোলেন। ঠিক এক মিনিটের মাথায় ব্য়বধান দ্বিগুণ করেন ক্য়াপ্টেন দীপ গ্রেস এক্কা। ১১ মিনিটে নবনীত কউর স্কোরলাইন ৩-০ করেন। চতুর্থ গোলটি আসে বৈষ্ণবী ফালকের (১৫ মিনিটে) স্টিক থেকে। সঙ্গীতা কুমারী ২৪ মিনিটে ৫-০ করেন। ম্যাচের ষষ্ঠ গোলটি এসেছে ৫০ মিনিটে লালরেমসিয়ামির পা থেকে। আগামী রবিবার কোরিয়ার বিরুদ্ধে পুলের তৃতীয় ম্যাচ খেলবে মেয়েরা। 

আরও পড়ুন: Mohammedan: পালতোলা নৌকা ডুবিয়ে চ্যাম্পিয়ন মহামেডান, টানা তিনবার লিগ জয় শতাব্দী প্রাচীন ক্লাবের

 

ভারতীয় মহিলাদের দুরন্ত পারফরম্যান্সের দিনেই ঝলসালেন দেশের স্টার বক্সার নিখাত জারিন। এদিন এক ঢিলেই দুই পাখি মারলেন মেরি কমের পর ভারতীয় বক্সিংয়ে মহিলাদের মুখ। এদিন নিখাত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন জর্ডনের নাসার হানানের। ৫০ কেজি বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন নিখাত ৫৩ সেকেন্ডে উড়িয়ে দিলেন নাসার হানানকে। ২৭ বছরে তেলেঙ্গানার বক্সার ও সলমান খানের ডাইহার্ড ফ্যান এই জয়ের সঙ্গেই প্যারিস অলিম্পিক্সের টিকিট কনফার্ম করে নিলেন। দেশের প্রথম বক্সার হিসেবে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন নিখাত। বলাই বাহুল্য এশিয়াডে সেমিফাইনালে উঠেই এই ইভেন্ট থেকেও পদক নিশ্চিত করলেন নিখাত। সেমিফাইনালে থাইল্যান্ডের চুথামাত রাকসাতের মুখোমুখি হবেন নিখাত। দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাতের কমনওয়েলথেও রয়েছে সোনা। এবার এশিয়াডে সোনা জয়ই হবে তাঁর লক্ষ্য়।

আরও পড়ুন: WATCH: ভারতে রাজকীয় অভ্যর্থনা, তবুও পাকিস্তানের মুখে ‘দুশমন…’! ভিডিয়ো দেখে বলবেন ছি ছি!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)