National Pension Scheme: দেশের সমস্ত ব্যাঙ্কে, ডাকঘরে এনপিএস চালুর চেষ্টা, আরও গ্রাহক টানার উদ্যোগ

ন্যাশানাল পেনশন সিস্টেমের আওতায় আরও বেশি মানুষকে শামিল করার উদ্যোগ। এবার সেই নিরিখে দেশের সমস্ত ব্যাঙ্ক ও পোস্ট অফিসে এই পেনশন প্রকল্পে লগ্নি ব্যবস্থা করতে চাইছে সরকার। সূত্রের খবর, বর্তমানে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক, ব্যাঙ্ক মিত্রদের মাধ্য়মে তাতে লগ্নির ব্যবস্থা করা হয়েছে।

দেশের সমস্ত ব্যাঙ্ক ও ডাকঘরের শাখা থেকে এনপিএসে লগ্নির ব্যবস্থা করতে চাইছে পেনশন তহবিল নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ বা পিএফআরডিএ। এজন্য সংস্থার তরফে সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

এদিকে পিএফআরডিএ চাইছে আরও গ্রাহককে এই সিস্টেমের মধ্য়ে নিয়ে আসতে। গত ১৬ সেপ্টেম্বরের পরিসংখ্যান বলছে এন পিএসের মোট গ্রাহক সংখ্যা হল ১.৩৬ কোটি। এদিকে এনপিএস ও অটল পেনশন যোজনা মিলিয়ে চলতি আর্থিক বছরে মোট তহবিলের পরিমাণ ১২ লক্ষ কোটি টাকা ছুঁতে চলেছে। গত বছর এটাই ছিল ১০.২২ লক্ষ কোটি। এবার সেটা একধাপে বেড়ে গিয়েছে। অটল পেনশন রয়েছে প্রায় ৩৫,০০০ কোটি।

তবে গ্রাহকরা যাতে বেশি করে আর্থিক সুবিধা পান সেকারণে এমপিএস প্রকল্প পরিচালনার খরচ কিছুটা কম রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। এনপিএসের আওতায় যাতে আরও বেশি করে মানুষ আসতে পারেন তার উদ্যোগ।

অনেকের মতে, অবসরকালীন জীবনে মাসিক রোজগার যাতে ঠিকঠাক থাকে তারজন্য এই এনপিএস সিস্টেম। এনপিএস স্কিমে বিনিয়োগকারীরা নানা সুবিধা পেয়ে থাকেন। এই প্রকল্পে নাগরিকদের সঞ্চয় ও অবসরকালীন পেনশনের ব্যবস্থা থাকে। ২০০৪ সালে এই প্রকল্প শুরু হয়েছিল। বহু মানুষ এই এনপিএস স্কিমের আওতায় রয়েছেন।