সেন্টমার্টিন যাওয়ার সময় তলা ফেটে ডুবে যায় স্পিডবোট, নারীর মৃত্যু

কক্সবাজারে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নাফ নদের মোহনায় যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবে একজন মারা গেছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শাহপরীর দ্বীপের নাফ নদের মোহনায় টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ফিরোজা খাতুন (৫৫) সেন্টমার্টিন দ্বীপের ডেইল পাড়ার বাসিন্দা এবং তিনি সেন্টমার্টিন দ্বীপের তিন নম্বর ওয়ার্ডের সাবেক নারী ইউপি সদস্য ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ২১ জনের যাত্রী একটি একটি স্পিডবোট টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে নদের মোহনায় দুর্ঘটনা কবলে পড়ে। খবর পেয়ে কোস্টগার্ড তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। অবৈধভাবে এ রুটে চলাচলকারী স্পিডবোটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুরে দ্বীপের বাসিন্দা নুরুল আলমে মালিকানাধীন একটি স্পিডবোট টেকনাফ থেকে ২১ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। এরপর নাফ নদের মাঝামাঝি মোহনায় পৌঁছলে হঠাৎ তলা ফেটে ডুবে যায়। পরে কোস্টগার্ড এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। দীর্ঘদিন ধরে এ রুটে অনুমোদনবিহীন বেশ কিছু স্পিডবোট অবৈধভাবে চলাচল করলেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন।

দুঃখজনক ঘটনা উল্লেখ করে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, একজন মারা গেছেন। আরও কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, আহতদের বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।