HD Deve Gowda: মোদীর হাত শক্ত করতে এগিয়ে এলেন দেবেগৌড়া, ফাঁস করলেন ইন্ডিয়া জোটের গোপন কথা

জাতীয় রাজনীতিতে দ্রুত বদলাচ্ছে সমীকরণ। একটা সময় যে এইচ ডি দেবেগৌড়া বিজেপির ঘোরতর সমালোচক ছিলেন তিনিও সুর বদলে ফেললেন। তিনি এনডিএর হাত ধরার ক্ষেত্রে সবুজ সংকেত দিয়ে ফেললেন। দেবেগৌড়া ইন্ডিয়ান এক্সপ্রেসকে মহিলা সংরক্ষণ বিল নিয়েও তাঁর উচ্ছাসের কথা জানিয়েছেন। 

তিনি জানিয়েছেন, আমি খুব খুশি। এই বিল পাশ করা হয়েছে। বহুদিন আগে এটা তৈরি হয়েছিল।  কর্ণাটকের সিএম থাকাকালীন পঞ্চায়েত স্তরে এটা আমরা লাগু করেছিলাম। নরসিমহা রাওয়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমি তাঁকে এনিয়ে বুঝিয়েছিলাম।মহিলাদের প্রতিনিধিদের আমি পাঠিয়েছিলাম তাঁর কাছে। 

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, নীতীশের সঙ্গে আমার যোগাযোগ ছিল। জনতা ফেডেরাল ফ্রন্ট তৈরি নিয়ে কথা হয়েছিল। এমনকী তাঁকে প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরতে আমি আওয়াজ তুলব বলেছিলাম। 

তবে রাজনৈতিক মহলের মতে, সেসব ভেস্তে গেল শেষ পর্যন্ত। 

জনতা দল সেকুলার সুপ্রিমো এইচ ডি দেবেগৌড়া জানিয়েছেন, যদি ইন্ডিয়া পার্টিকে ভালো কিছু করতে হয় তবে সেটা কংগ্রেসে মাধ্য়মে করতে হবে। এটা কি আদৌ মান্যতা পাবে? কংগ্রেস এখন ওবিসির জন্য় জেগে উঠেছে। এটা কি মন্ডল পার্টিকে শেষ করতে চায়? ইন্ডিয়ার বন্ধুরা একটু ভেবে দেখবেন। 

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, কর্ণাটকের বিধানসভা ভোটের পর কংগ্রেসের কিছু নেতা চাপ দিচ্ছিলেন। সেকারণেই আমাদের দল জোট থেকে বেরিয়ে আসে। 

কার্যত দেবেগৌড়া জানিয়ে দিলেন তাঁর দল বিজেপির হাত ধরার জন্য় তৈরি। কারণ কংগ্রেসের কিছু নেতা কর্ণাটকে তাদের ইন্ডিয়াতে যোগ দেওয়া নিয়ে আপত্তি তুলেছিলেন। এরপরই তিনি এনডিএর সঙ্গে যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দেন। 

তবে এসবের জেরে কার্যত হাত শক্ত হচ্ছে এনডিএর। হাত শক্ত হচ্ছে নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবার মোদীর হাত ধরার জন্য তৈরি। সেক্ষেত্রে জাতীয় রাজনীতিতে আরও শক্তিশালী হতে পারে এনডিএ। সব মিলিয়ে এবার ইন্ডিয়া তাদের শক্তি বৃদ্ধি করার জন্য কী পদ্ধতি নেয় সেটাও দেখার।