Tourist Bandhu: ডুয়ার্সে এবার টুরিস্ট বন্ধু,পর্যটকদের সুরক্ষায় নয়া উদ্যোগ জলপাইগুড়ি পুলিশের

পুজোয় কি পাহাড় নাকি ডুয়ার্স ? ডুয়ার্সে গেলে আপনার জন্য় আছে ভালো খবর। এবার ডুয়ার্সের পর্যটকদের সুরক্ষার জন্য এসে গেল টুরিস্ট বন্ধু। মূলত ডুয়ার্সে কোনও পর্যটক সমস্য়ায় পড়লেই ছুটে যাবে এই টুরিস্ট বন্ধু গাড়ি।

সূত্রের খবর, ২৯ সেপ্টেম্বর জেলা পুলিশ এই টুরিস্ট বন্ধুর সূচনা করেছে। জলপাইগুড়ি পুলিশ লাইন থেকে এই টুরিস্ট বন্ধু গাড়ি ছাড়া হয়েছে। আপাতত দুটি গাড়ি থাকছে। তারাই টুরিস্টদের সহায়তায় কাজ করবে।

ইতিমধ্য়েই জঙ্গল খুলে গিয়েছে। দলে দলে পর্যটকরা উত্তরবঙ্গমুখী। পাহাড় থেকে ডুয়ার্স পর্যটকদের ঢল নেমেছে। পুজোর সময় পর্যটকদের সংখ্যা আরও বাড়তে পারে।

এবার পর্যটকরা বেড়াতে গিয়ে কোনও সমস্যায় পড়লেই চলে যাবে সেই টুরিস্ট বন্ধু গাড়ি। প্রতিটি টুরিস্ট বন্ধু গাড়িতে একজন অফিসার থাকবেন। দুজন কনস্টেবল ও দুজন সিভিক ভলান্টিয়ার থাকবেন। পুলিশ সূত্রে খবর, এই গাড়িগুলি ডুয়ার্সের বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরে বেড়াবে।

মূলত পর্যটকদের সুরক্ষায় নিয়োজিত হবে এই গাড়িগুলি। তবে এবারের পুজোতে উত্তরবঙ্গে পর্যটকদের ঢল নামতে পারে। সেকারণে আগাম তৈরি রয়েছে পুলিশ প্রশাসন। কারণ দূর দূরান্ত থেকে যাঁরা উত্তরবঙ্গে বেড়াতে যান তাঁদের সুরক্ষার দিকটিও খেয়াল রাখতে হয়।

শুধু রাজ্যের অভ্যন্তরে থাকা পর্যটকরাই নন, ভিন রাজ্য ও বিদেশ থেকেও প্রচুর পর্যটক উৎসবের মরশুমে উত্তরবঙ্গে বেড়াতে আসেন। তাঁদের সুরক্ষার উপর জোর দিচ্ছে প্রশাসন।

অন্যদিকে এবার পাহাড়েও পর্যটকদের সুরক্ষা দিতে তৈরি দার্জিলিং পুলিশ। পর্যটকরা যাতে দালালের খপ্পরে না পড়েন সেকারণে আগাম ব্যবস্থা নিয়েছে পুলিশ। দার্জিলিং পুলিশ জানিয়েছে মূলত পর্যটকদের টার্গেট করছে সাইবার প্রতারকরা। দার্জিলিংয়ের হোটেল বলে নানা ভুয়ো বিবরণ ঘুরছে অনলাইনে। সেখানে বুক করে আপনি ফেঁসে যেতে পারেন। এবার ঠিকঠাক অস্তিত্ব আছে( Authentic Hotels) এমন হোটেলের বিবরণ সম্পর্কিত একটা তালিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে দার্জিলিং পুলিশ।

সেই সঙ্গেই জলপাইগুড়িতে চালু হল টুরিস্ট বন্ধু গাড়ি। ডুয়ার্সের বিভিন্ন পর্যটন স্থানে টহল দেবে এই গাড়ি। পর্যটকদের সহায়তার জন্য সদা সতর্ক জলপাইগুড়ি পুলিশ।