Balochistan Attack: আইসিসকে কাজে লাগিয়ে নিজেদের লোকেদের মারছে পাকিস্তান, ফাঁস করে দিল তালিবান

বালুচিস্তানে হামলা নিয়ে ভারতের দিকে তির ছুঁড়েছিল পাকিস্তান। ভারতের ঘাড়ে দোষ চাপানোর জন্য তারা নানা কথা বলা শুরু করেছিল। এবার তালিবান অধ্যুষিত আফগানিস্তানের মুখপাত্র জানিয়ে দিয়েছে, পাকিস্তানের সরকার এর পেছনে রয়েছে।

তালিবান মুখপত্রে বড় অভিযোগ আনা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। তাদের দাবি, পাকিস্তান আইএসআইএসকে ব্যবহার করে তাদের দেশের লোকজনকেই মারছে। আসলে বালুচিস্তানে আত্মঘাতী হামলায় অনেকজনের মৃত্য হয়েছিল। খাইবার পাখতুনখাওয়াতেও এই হামলা হয়েছিল। ধর্মীয় সভাকে নিশানা করে এই হামলা চালানো হয়। প্রায় ৫০জনেরও বেশি মৃত্যু হয়েছিল হামলায়।

আর তারপরই পাকিস্তানের মন্ত্রী দাবি করেন এই হামলার পেছনে ভারতের RAW রয়েছে। এদিকে কোনও জঙ্গি সংগঠনে এই হামলার দায় নিতে চায়নি। এরপর ভারতের র-এর ঘাড়ে দোষ চাপাতে চেয়েছিল পাকিস্তান। তবে আফগানিস্তান-তালিবান মুখপাত্র কার্যত হাটে হাড়ি ভেঙে দিয়েছে।

তাদের দাবি ISIS-কে কাজে লাগিয়ে পাকিস্তান নিজেই নিজেদের লোকেদের মারছে। তালিবান মুখপাত্র AIMirsad জানিয়েছে, এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। তাদের দাবি ISIS এই ঘটনার পেছনে রয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। পাকিস্তান আইসিস জঙ্গিদের মদত দেয়।

কার্যত পাকিস্তান হামলা নিয়ে যা দাবি করেছিল তাকে উড়িয়ে দিল তালিবান। এই হামলার পেছনে যে আইসিস রয়েছে সেটাও পরিষ্কার করে দিয়েছে তারা। তাদের দাবি, পাকিস্তান নিজেরাই এই হামলা পেছনে রয়েছে।

সরাসরি পাকিস্তানের যে হাত রয়েছে এই হামলার পেছনে সেটাই পরিষ্কার করে দিল আফগান-তালিবান মুখপাত্র। এনিয়ে কাবুল ও আফগানের মধ্যে ফের নতুন করে দ্বন্দ্ব মাথাচাড়া দিল মনে করা হচ্ছে।