Loksabha election 2024: ইন্ডিয়ার আসন সমঝোতা নেই বাংলায়, স্পষ্ট সেলিমের, কটা সিটে লড়বে বামেরা?

লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে সমস্ত রাজনৈতিক দল। বাম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ‘ইন্ডিয়া’ জোটের মধ্যে থাকলেও বাংলায় যে তৃণমূলের সঙ্গে কোনওভাবেই নির্বাচনী আঁতাত হবে না সে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন বাম নেতৃত্ব। তবে পূর্বের নির্বাচনগুলির মতো কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়তে চায় সিপিএম। প্রাথমিকভাবে উত্তর ও মধ্য বঙ্গের ৬টি আসনের দিকে নজর দিতে চাইছেন বাম নেতৃত্ব। তাঁদের মতে, ওই সমস্ত আসনগুলিতে জোট বেঁধে লড়লে ভালো ফল করা সম্ভব।

আরও পড়ুন: ভাইপোকে কেন জেলে পুরছ না? দিদি-মোদী সেটিংয়ে সরব সেলিম, মুম্বইয়ের দোস্তি নিয়ে চুপ

কিছুদিন আগে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বাংলায় তৃণমূলের সঙ্গে কোনও আঁতাত হবে না স্পষ্ট করে দিয়েছেন। তবে পুজোর পরে লোকসভা ভোট নিয়ে কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে তারা আলোচনা শুরু করবেন। যদিও তৃণমূলের সঙ্গে বাংলায় আঁতাত করা হবে কি না কংগ্রেসের তরফে স্পষ্ট করা হয়নি। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী লাগাতার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে চলেছেন। একইসঙ্গে তারা যে তৃণমূলের সঙ্গে বাংলায় আঁতাত করতে চায় না সে কথাও আবার বুঝিয়ে দিয়েছে। যে ৬টি আসনের কথা বলা হচ্ছে সেগুলি হল মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুর জেলার। বামেদের মতে, কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে জোট করলে সেক্ষেত্রে এই আসনগুলিতে জেতা সম্ভব। তা নাহলেও ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। 

প্রসঙ্গত, ৬টি আসনের মধ্যে বর্তমানে বিজেপির দখলে রয়েছে দুটি, তৃণমূলের দখলে রয়েছে দুটি এবং কংগ্রেসের দখলে রয়েছে দুটি আসন। সিপিএম চাইছে বহরমপুর এবং জঙ্গিপুর আসন কংগ্রেসকে ছেড়ে দিয়ে মুর্শিদাবাদ আসনটিতে নিজেরা লড়াই করতে। মালদহ দক্ষিণ আসনটি বর্তমানে কংগ্রেসের হাতে রয়েছে। উত্তরের আসনে সিপিএম লড়তে চাইছে এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জও কংগ্রেসকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বামেদের। যদিও ২০১৯ সালের লোকসভা ভোটে বহরমপুর এবং মালদহ দক্ষিণে জয়ী হয়েছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী এবং আবু হাসেম খান। ওই দুই কেন্দ্র ছেড়ে দিয়েছিল সিপিএম। 

উল্লেখ্য, তৃণমূলের একাধিক দুর্নীতির প্রতিবাদে সরব হচ্ছে বাম এবং কংগ্রেস। এই প্রেক্ষাপটে তারা প্রতিবাদ থেকে সরে আসতে চাইছে না। তাদের বক্তব্য, সেক্ষেত্রে মানুষের আস্থা হারানোরও আশঙ্কা রয়েছে। তবে আসন ভাগাভাগি নিয়ে এখনও বাম কংগ্রেসের মধ্যে বৈঠক হয়নি। আলোচনা করে ঠিকমতো জোট করতে পারলে ওই তিন জেলায় ভালো লড়াই সম্ভব বলেই মনে করছে কংগ্রেস নেতৃত্ব। এর পাশাপাশি দক্ষিণবঙ্গেও আলাদাভাবে আসন ভাগাভাগির ভাবনা রয়েছে বামেদের।