Retired Teachers: সরকারি নির্দেশ! অবসরের পরেও ক্লাস টেনে ভর্তি হলেন শিক্ষকরা, মন দিয়ে পড়াশোনা শুরু

শিক্ষকরা ছাত্রদের পড়াবেন এটাই স্বাভাবিক। কিন্তু কোনও শিক্ষক অবসরের পরে আবার ক্লাস টেনের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন কোনও দিন শুনেছেন? গুজরাটের আমেদাবাদে তেমনটাই হয়েছে। 

আসলে গুজরাট সরকার একটি নির্দেশিকায় জানিয়েছে, গুজরাটি, হিন্দি অথবা কোর্স অন কম্পিউটার কনসেপ্টের দশম মানের পরীক্ষায় পাশ করতে হবে। তারপর তিনি অবসরকালীন সুযোগ সুবিধা পাবেন। আর সেই নিরিখে এবার একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা। অন্তত ২০০জন অবসরপ্রাপ্ত শিক্ষক এবার এই কোর্স শেষ করার জন্য উঠেপড়ে লেগেছেন। 

সূত্রের খবর, ২০১০ সালে একটি নোটিফিকেশন বের হয়েছিল। তবে এনিয়ে শিক্ষকদের একাংশের মধ্য়েই মতভেদ রয়েছে। কারণ শিক্ষকরা যদি অবসরের পরে এই ধরনের কোর্সে ভর্তি হন, তারপর পাশও করেন তাতে আখেরে ছাত্রছাত্রীদের কী লাভ হবে? 

কারণ তিনি অবসরের পরে তো আর স্কুলে পড়াতে আসবেন না। কিন্তু এই কোর্স করা না থাকলে তাঁরা অবসরকালীন সুবিধা থেকে বঞ্চিত হবেন। 

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, গজন সাহিল সুরাতওয়ালা নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক জানিয়েছেন, চাকরি থেকে অবসর নেওয়ার পরে আমি বুঝতে পারি একাধিক অবসরকালীন সুবিধা পাচ্ছি না। আমি এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমি পরীক্ষায় পাশ করলেও আখেরে পড়ুয়াদের কোনও লাভ হবে না। 

ওই শিক্ষক ৩৪ বছর ধরে আমেদাবাদের মিউনিসিপ্যাল স্কুল বোর্ডের অধীন একটি স্কুলে পড়াতেন। তিনি উর্দু মাধ্যমে পড়াতেন। তাঁকে এখন হিন্দি পড়তে হচ্ছে। না হলে তিনি অবসরকালীন সুবিধা থেকে বঞ্চিত হবেন। সেক্ষেত্রে এখন তিনি মন দিয়ে হিন্দি পড়ছেন। তবে পড়ানোর সময়তেই তিনি ইংরেজিতে বিএ পাশ করেছিলেন। 

অপর এক শিক্ষক জানিয়েছেন, চাকরির সময় এমন কোনও নিয়ম ছিল না। তবে এখন সেই নিয়ম এসেছে। বাধ্য হয়েই পড়ছি। কিন্তু আমি পড়লেও তাতে ছাত্রছাত্রীদের কোনও লাভ হবে না।