যিতনি আবাদি উতনা হক…রাহুলের স্লোগানে আপত্তি কংগ্রেস নেতার,পালটা মুখ খুললেন জয়রাম

স্নেহাশিস রায়

যিতনি আবাদি উতনা হক। মানে যাদের সংখ্য়াগরিষ্ঠতা বেশি তাদের অধিকারও বেশি। এই স্লোগান তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে রাহুলের এই মন্তব্যের সঙ্গে একমত নন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। তাঁর মতে এই তত্ত্বের মাধ্য়মে সংখ্য়াগরিষ্ঠের মতামতটাই প্রাধান্য পাবে। 

তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, যিতনি আবাদি উতনি হকের পরিণাম কী হতে পারে সেটা জানা দরকার। এটা সংখ্য়াগরিষ্ঠের অধিকারকে সুরক্ষিত করবে। 

সোমবারই বিহারের নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার জাতিভিত্তিক জনসংখ্যার খতিয়ান পেশ করেন। সেখানে বলা হয়েছে রাজ্য়ের ১৩.০৭ কোটি মানুষের মধ্যে ৩৬ শতাংশ হল পিছিয়ে পড়া মানুষ। ২৭.১৩ শতাংশ হলেন ওবিসি। 

এরপর ব্যাট ধরেন রাহুল। তিনি বলেন যিতনি আবাদি উতনি হক। তিনি পরিসংখ্য়ান দেখিয়ে জানিয়ে দেন, যাদের জনসংখ্য়া বেশি তাদের বেশি অধিকার।

এরপরই এনিয়ে শোরগোল পড়ে যায়। তীব্র কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। 

এদিকে মনু সিংভি কার্যত রাহুল গান্ধীর বক্তব্যের বিরোধিতা করে একথা বলেছেন। তবে তা নিয়ে অপর কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, আমার কলিগ তাঁর নিজের বক্তব্য জানিয়েছেন। এটা কংগ্রেসের দৃষ্টিভঙ্গি নয়। 

জয়রাম রমেশ লিখেছেন, ডঃ সিংভির টুইট হয়তো তাঁর ব্যক্তিগত মতামতের প্রতিফলন। এটা ভারতের জাতীয় কংগ্রেসের অবস্থানের প্রতিফলন নয়। এর প্রতিফলনটা রয়েছে ২৬শে ফেব্রুয়ারি রায়পুর সনদে ও ১৬ সেপ্টেম্বর কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংয়ে। তবে তাৎপর্যপূর্ণভাবে জয়রাম রমেশের বক্তব্যের পরেই সিংভির তাঁর পোস্টটি মুছে দেন।