Soumitra Khan: এবার কোন ঘাটে নৌকা ভেড়াবেন সৌমিত্র? কংগ্রেসের অনুষ্ঠানে হাজির বিজেপি সাংসদ

বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দলবদলের নানা নজির তাঁর রাজনৈতিক জীবনে রয়েছে। সেই সৌমিত্রকে এবার দেখা গেল কংগ্রেসের রক্তদান শিবিরে। তাঁকে সেই অনুষ্ঠানে স্থানীয় কংগ্রেস নেতার সঙ্গে বেশ খোশগল্প করতে দেখা যায়। এদিকে সৌমিত্র দলবদল করতে পারেন বলে গত কয়েক মাস ধরেই নানা জল্পনা ছড়িয়েছিল। তবে তার মধ্য়েই কংগ্রেসের কর্মসূচিতে তাঁর উপস্থিতিকে ঘিরে জল্পনা কয়েকগুণ উসকে উঠেছে।

প্রসঙ্গত বছরখানেক আগে প্রয়াত হয়েছিলেন কোতুলপুরের কংগ্রেস নেতা তথা তড়িৎ কুমার কোলে। তাঁর প্রয়াণ বার্ষিকীতেই এই উদ্যোগ। সেখানে উপস্থিত হন বিজেপি সাংসদ। প্রদেশ কংগ্রেস সম্পাদক দেবু চট্টোপাধ্য়ায়ের পাশেই বসেছিলেন তিনি। রীতিমতো হেসে গল্পও করছিলেন। এরপর থেকেই প্রশ্ন উঠছে তবে কি পুরানো ঘাটেই নৌকা ভেড়াবেন সৌমিত্র?

তবে তিনি তৃণমূলে নাকি কংগ্রেসে যোগ দেবেন তা নিয়ে আগে থেকেই নানা জল্পনা ছড়িয়েছিল। তবে এবার তাতে অন্য মাত্রা যোগ করল এই রক্তদান শিবির। তবে সৌমিত্র সংবাদমাধ্য়মে জানিয়েছিলেন, ওটা রক্তদান শিবির ছিল। সেখানে বিভিন্ন দলের প্রতিনিধিরা ছিলেন। এর সঙ্গে দলবদলের কোনও ব্যাপার নেই। আর কংগ্রেস নেতৃত্বের দাবি, সাংসদ হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি এসেছিলেন। তবে এর সঙ্গে দলবদলের কোনও ব্যাপার নেই। তবে তিনি এলে স্বাগত জানাব।

বিগত দিনে কংগ্রেসের ছাতার তলাতেই ছিলেন সৌমিত্র। এরপর তৃণমূলেও একবার ঘুরে এসেছিলেন তিনি। মাঝে জল্পনা ছড়িয়েছিল যে তিনি হয়তো তৃণমূলে ফিরতে পারেন। কিন্তু এখনও সেটা হয়নি। তবে এবার তাঁকে দেখা গেল কংগ্রেসের রক্তদান শিবিরে। তবে দলবদলের জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি। কিন্তু বাঁকুড়ায় কান পাতলে অবশ্য় অন্য কথা শোনা যাচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, সাংসদ তহবিল থেকে এলাকার উন্নয়ন মূলক কাজ কতটা করেছেন সাংসদ তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। সেই সঙ্গেই দলের অন্দরেও সৌমিত্রর বিরুদ্ধে কিছুটা ক্ষোভ রয়েছে। সব মিলিয়ে লোকসভা ভোটের মুখে ঘরে বাইরে যথেষ্ট কোণঠাসা সৌমিত্র। সেই পরিস্থিতিতে তিনি বিজেপির টিকিট ফের পাবেন কি না তা নিয়েও সংশয় রয়েছে। সেই পরিস্থিতিতে এবার কি কংগ্রেসের দিকে পা বাড়ালেন সৌমিত্র?