NewsClick: নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ গ্রেফতার, খবরের আড়ালে চিনের প্রচার? কত টাকা পেয়েছিল?

নিউজক্লিকের সাংবাদিক প্রবীর পুরকায়স্থকে গ্রেফতার করা হল। সন্ত্রাসবাদ বিরোধী আইনে সহ একাধিক ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস একটি অন্তর্তদন্তমূলক রিপোর্ট প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল চিনের পক্ষে প্রচার করার জন্য তারা ফান্ডিং পাচ্ছে। এরপরই শুরু হয় অভিযান।

সেই সঙ্গেই নিউজ পোর্টালের HR প্রধান অমিত চক্রবর্তীকেও গ্রেফতার করা হয়েছে। এর আগে দিল্লি এনসিআর, মুম্বইতে অন্তত ২০টি জায়গায় পুলিশ অভিযানে নামে। অনেকেই বলছিলেন এটা সংবাদমাধ্যমের উপর আঘাতের শামিল।

দিল্লি পুলিশের সোর্স মারফৎ এনডিটিভির কাছে খবর, দুই অভিযুক্ত প্রবীর পুরকায়স্থ ও অমিত চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ৩৭জন পুরুষ সন্দেহভাজন ও ৯জন মহিলা সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। একাধিক সামগ্রীকে বাজেয়াপ্ত করা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, নিউজ ক্লিক প্রায় ৩৮ কোটি চিনের সূত্র থেকে পেয়েছে। এমনকী ওয়েবসাইটে চিনের পক্ষে খবর করার জন্য ব্যবহার করা হচ্ছিল। ২৯ কোটি এক্সপোর্ট সার্ভিস হিসাবে পেয়েছিল আর ৯ কোটি পেয়েছিল এফডিআই হিসাবে। এমনকী এই ফান্ড তিস্তা শীতলাবাদ ও গৌতম নবলাখার মধ্যে ভাগও করা হয়েছিল বলে খবর।

প্রেস ক্লাব অফ ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, সাংবাদিকদের বাড়িতে পুলিশের হানা নিয়ে আমরা উদ্বিগ্ন। নিউজ ক্লিকের সঙ্গে থাকা লেখকদের বাড়িতেও হানা দেওয়া হয়েছে। আমরা গোটা বিষয়টির উপর নজর রাখছি। এনিয়ে বিস্তারিত বিবরণ আমরা পেশ করব।

এদিকে হিন্দুস্তান টাইমস সূত্রে খবর, এই অভিযানের আগে লোধি কলোনির স্পেশাল সেলের অফিসে অন্তত ২০০ পুলিশ আধিকারিক বৈঠকে বসেছিলেন। রাত ২টোতে এই বৈঠক হয়। খবর এএনআই সূত্রে। জুনিয়র অফিসারদের ফোন থানাতেই রেখে দিতে বলা হয়। যাতে অভিযানের খবর লিক না হয়ে যায়। এরপর শুরু হয় অভিযান।

এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলিও এনিয়ে মুখ খুলেছিল। কংগ্রেসের দাবি ছিল, জাতিভিত্তিক জনসংখ্যার রিপোর্ট বিহারে প্রকাশিত হয়েছে। সেটা থেকে দৃষ্টি ঘোরাতে গিয়ে এসব করা হল। পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি এই অভিযানের প্রতিবাদ জানিয়েছেন।

তবে শেষ পর্যন্ত গ্রেফতার করা হল নিউজক্লিকের প্রতিষ্ঠাতাকে।