Vande Bharat: বন্দে ভারতের লাইনে লোহার রড, এমার্জেন্সি ব্রেক কষলেন চালক, মোদীর সভার দিন একী কাণ্ড রাজস্থানে!

উদয়পুর-জয়পুর বন্দে ভারত এক্সপ্রেস। সেমি হাইস্পিড ট্রেন। আচমকাই ব্রেক কষেন চালক। অল্পের জন্য় রক্ষা পেল ট্রেন। জয়পুরের দিকে যাচ্ছিল বন্দে ভারত। সেই সময় চালক দেখেন রেললাইনের উপর বড় পাথর রাখা রয়েছে। ইঁটের সাইজের পাথর। এমনকী ফিসপ্লেটের পাশে লোহার রডও রাখা ছিল বলে দাবি করা হচ্ছে। সেই সংক্রান্ত ভিডিয়ো সামনে এসেছে। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

চিতোরগড়ের কাছে লোকো পাইলট রেললাইনের উপর ওই পাথর দেখতে পান। এরপর তিনি আর কোনও ঝুঁকি নেননি। কারণ এর জেরে সমস্যা হতে পারে। গঙ্গরার ও সোনিয়ানা স্টেশনের মাঝে রেললাইনের উপর ওই পাথর রাখা ছিল বলে অভিযোগ। তবে এটা দেখতে পেয়েই চালক ব্রেক কষেন। অল্পের জন্য রক্ষা পেল ট্রেনটি।

সবথেকে বড় কথা এদিন চিতোরগড়ে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর তখনই রেললাইনে এই গা শিউরে ওঠার মতো ঘটনা। এমনকী একটি ফাঁসও লাগানো ছিল লাইনের কাছে।

এনডিটিভির খবর অনুসারে জানা গিয়েছে, রেললাইনে এক ফুট লম্বা রড পোঁতা ছিল। লোকো পাইলট উপস্থিত বুদ্ধির জোরে ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেন। এরপর তিনি গোটা রেললাইনে দেখে নেন আগে কোথাও এমন কিছু রয়েছে কি না। তিনি কন্ট্রোল রুমে গোটা বিষয়টি জানান। আরপিএফ ও জিআরপি ঘটনার খবর পেয়েই ছুটে আসে। জানিয়েছেন রেলের জনসংযোগ আধিকারিক।

সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সোস্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে রেললাইনের উপর এই ধরনের উপাদান দেখতে পাওয়া যায়। এবার প্রশ্ন উঠছে তবে কি রেললাইনে এদিন নাশকতার চেষ্টা করা হচ্ছিল?

এদিন রাজস্থানে নির্বাচনী সভায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তিনি যখন নির্বাচনী সভায় তখন রেললাইনে এই ভয়াবহ পরিস্থিতি। তার জেরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি বন্দে ভারতকে দুর্ঘটনায় ফেলার জন্য চক্রান্ত করা হয়েছিল ? সামনেই বিধানসভা ভোট। তারপর লোকসভা। সব দিক খতিয়ে দেখছে রেলমন্ত্রক।